Rajib Ghosh– একটা সংখ্যালঘু সম্প্রদায়ের ছেলে মারা গেল। এর দায় সমস্ত মুখ্যমন্ত্রীর। বিজেপির জনসভা থেকে এই কথা বললেন বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। নবান্ন অভিযানে যুবনেতার মৃত্যুর ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ করে বক্তব্য রাখলেন রাজীব। সিপিআইএমের সরকারের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগ্রাম আন্দোলন রাজ্য রাজনীতি সকলেই জানেন। রাজ্যের বিভিন্ন প্রান্তে সেই সময়ে বিরোধী রাজনৈতিক দলের কর্মীদের উপর সিপিএমের অত্যাচারের বিষয়কে কেন্দ্র করে বারেবারে প্রতিবাদ আন্দোলন করেছেন মমতা। জঙ্গলমহলে পুলিশের সন্ত্রাসের বিরুদ্ধে সরব হয়েছেন মমতা। বিরোধীনেত্রী থাকাকালীন তখন রাজ্যের সিপিএমের সরকারের পুলিশের বিরুদ্ধে বর্বরোচিত হামলার অভিযোগ তুলেছেন তিনি। এই প্রসঙ্গে রাজীব বলেন, সেদিন তিনি রাস্তায় নেমে আন্দোলন করতেন। আর আজকে তিনি নীরব। মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রীর এক মুহূর্ত ক্ষমতায় থাকা উচিত নয়। রাজীব আরো বলেন, বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীকে ফোন করে বলেছেন আপনাদের পাশে রয়েছি। এই ঘটনা মেনে নেওয়া যায় না। সকালে এমন একটা খবর শুনেছি যাতে আমি অত্যন্ত বেদনাহত। শান্তিপূর্ণ আন্দোলনে এইভাবে পুলিশ পেটাবে? বাম কর্মীর মৃত্যু নিয়ে দলীয় সভা থেকে রাজীব এদিন সরব হয়েছেন।