Rajib Ghosh– সামনেই বিধানসভা নির্বাচন। নীল বাড়ি দখলের লক্ষ্যে তৃণমূল বিজেপির মধ্যে লড়াই শুরু হয়ে গিয়েছে। যদিও রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপটে নির্বাচনে আরো অন্যান্য রাজনৈতিক দল ময়দানে নেমেছে। তবুও সাম্প্রতিক পরিস্থিতিতে একথা বলা যায় TMC এবং BJP-র মধ্যে বিনা যুদ্ধে এক ইঞ্চি জমিও ছেড়ে দেওয়া হবে না এই মানসিকতা লক্ষ্য করা যাচ্ছে। সেই দিকে লক্ষ্য রেখে ইতিমধ্যেই দিদিকে বলো, বাংলার গর্ব মমতা সহ একাধিক কর্মসূচি জনসংযোগের লক্ষ্যে নিয়েছে তৃণমূল। এবার দিদির দূত নামে একটি অ্যাপ প্রকাশ করা হয়েছে। জানা গিয়েছে এর মধ্যেই 1 লক্ষেরও অধিক বার গুগল প্লে স্টোর থেকে দিদির দূত অ্যাপটি ডাউনলোড হয়েছে বলে TMC-র পক্ষ থেকে দাবি করা হয়েছে। 4 ফেব্রুয়ারি এই অ্যাপটি শুরু হয়। এই অ্যাপের মাধ্যমে তৃণমূল সরকারের সমস্ত উন্নয়নমূলক কর্মসূচি তুলে ধরা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের লাইভ কর্মসূচি দেখা যাবে। দলীয় জনসভা থেকে মমতা বন্দোপাধ্যায়ের বক্তৃতা এই অ্যাপের মাধ্যমে রাজ্যবাসী দেখতে পারবেন। ইনফোগ্রাফিক এর মাধ্যমে রাজ্য সরকারের উন্নয়ন সূচক তুলে ধরা হয়েছে। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক লড়াই-সংগ্রাম কর্মসূচির বিস্তারিত বিবরণ রয়েছে। এমনকি এই দিদির দূত অ্যাপের মাধ্যমে সরাসরি অভিযোগ জানানো যাবে। এছাড়াও ডায়মন্ড হারবারের MP এবং যুব TMC সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় দক্ষিণ 24 পরগনায় একটি রোড শোতে যোগ দেবেন। এখানে তিনি দিদির দূত নামে একটি গাড়ির উদ্বোধন করবেন। সেই গাড়ি রাজ্যবাসীর কাছে নির্বাচনের আগে দিদির বার্তা পৌঁছে দেবে। এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায় জনসংযোগের লক্ষ্যে একাধিক কর্মসূচি গ্রহণ করেছেন। তবে বিধানসভা নির্বাচনের আগে দিদির দূত অ্যাপের মাধ্যমে TMC আরো একবার জনসংযোগের লক্ষ্যে ময়দানে নেমেছে বলেই মনে করা হচ্ছে।