Rajib Ghosh– শুধু উৎসাহ-উদ্দীপনা দিয়ে নির্বাচনে জয় লাভ করা সম্ভব নয়। বুদ্ধিমত্তা এবং অভিনবত্ব ব্যাবহার করতে হবে। বিজেপির আইটি সেল এর সদস্যদের উদ্দেশ্যে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যের বিধানসভা নির্বাচনে ক্ষমতা দখল করাই লক্ষ্য বিজেপির। সেই লক্ষ্যে নির্বাচনে Social Media-কে আরো শক্তিশালী করে তুলতে চাইছে দল। তাই রাজ্যের সফরে এসে সাইবার সেলকে 10 লক্ষ মোবাইল গ্রাহকের সঙ্গে যুক্ত হওয়ার নির্দেশ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী Amit Shah রাজ্যে প্রত্যেকটি পোলিং স্টেশনে একটি করে হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করতে হবে। 80 হাজার বুথ রয়েছে রাজ্যে। নির্বাচনের প্রচার জনসভা অন্যান্য কর্মসূচির পাশাপাশি সোশ্যাল মিডিয়াকে বিশেষ গুরুত্ব দিতে চাইছেন শাহ। অমিতের বার্তা, BJP-র পতাকা সারাদেশে যেন ওড়ে। বাংলায় নির্বাচনে জয়লাভ করার পরে উড়িষ্যা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এবং কেরলে BJP-কে জয়লাভ করতে হবে। মোবাইল ফোনের মাধ্যমে মানুষের হৃদয়ে জায়গা করে নিতে হবে। TMC-র দুষ্কৃতীরা এই কাজে বাধা দিতে পারবে না। বিধানসভা নির্বাচনে Social Media-র প্রচার এবার বাড়বে বলেই মনে করা হচ্ছে। আলোচনায় দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী এবং অমিত মালব্য উপস্থিত ছিলেন। অমিত শাহ চারটি সাইবার টিম তৈরি করে কাজ করতে বলেন। তিনি জানান, প্রথম টিমের কাজ হবে রাজনৈতিক পর্যবেক্ষণ এবং পরিসংখ্যানগত মেসেজ তৈরি করা, দ্বিতীয় টিম কনটেন্ট তৈরি করবে, তৃতীয় টিম Social Media-র মাধ্যমে সেই মেসেজ ছড়িয়ে দেবে। চতুর্থ টিম মেসেজের যে সমস্ত প্রতিক্রিয়া উঠে আসছে সেগুলো কে সংগ্রহ করবে। এছাড়াও IT Cell-এর সভায় অমিত শাহ জানান, মানুষের কাছে Graphics করে Message পাঠান। মানুষ শুধু লেখা পড়তে চায় না। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটব্যাঙ্কের রাজনীতি তুলে ধরতে হবে। এবারের বিধানসভা নির্বাচনে সোশ্যাল মিডিয়া যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.