Rajib Ghosh– মতুয়াদের নিয়ে রাজনীতি করছেন। ঠাকুর পরিবারের সদস্য শান্তনু বিজেপিকে ব্ল্যাকমেল করছেন। সাংবাদিক বৈঠকে বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর এর বিরুদ্ধে অভিযোগ করলেন বিজেপিতে যাওয়া বনগাঁ উত্তরের বিধায়ক বিশ্বজিৎ দাস। TMC ছেড়ে BJP-তে যোগদান করেছিলেন বিশ্বজিৎ। কিছুদিন আগে বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন। আর পরেই তার তৃণমূলে ফিরে যাওয়া নিয়ে জল্পনা তৈরি হয়। তিনি বলেছেন বিধায়ক তহবিল এর বিষয়ে কথা বলতে গিয়েছিলেন। রাজ্য সরকার তাঁকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দিতে চাইলেও তিনি তা প্রত্যাখ্যান করেন। তবে এদিন সাংবাদিক বৈঠকে BJP সাংসদ শান্তনু ঠাকুর এর বিরুদ্ধে সরব হওয়ায় তার TMC-তে ফেরা নিয়ে ফের চর্চা শুরু হয়েছে। সাংবাদিক বৈঠকে এদিন বিশ্বজিৎ বলেন, শান্তনু ঠাকুর মতুয়াদের নিয়ে রাজনীতি করছেন। নিজের স্বার্থ ছাড়া মতুয়াদের কথা ভাবছেন না। টিকাকরণ শেষ হওয়ার জন্য 5 বছর লাগবে। তাহলে কি মতুয়ারা 5 বছর পরে নাগরিকত্ব পাবেন? অন্যায়ের বিরুদ্ধে বরাবর প্রতিবাদ করেছি। TMC-র অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে দল ছেড়েছি। এই বিষয়ে শান্তনু বলেন, বিশ্বজিৎকে কেউ আমার বিরুদ্ধে বলার জন্য প্রভাবিত করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ CAA এনেছেন। এই নিয়ে কিছু বলা মানে তাকে অপমান করা।