Rajib Ghosh– 2018 সালের পঞ্চায়েত নির্বাচন ছিল গণতন্ত্রের লজ্জা। রাজ্যে 2019 সালেও ব্যাপক হিংসা হয়েছে। এমন একটা 15 দিন সময় কাটেনা যখন এই রাজ্যে একটা রাজনৈতিক খুন হয় না। রাজ্যের আইন শৃঙ্খলার ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আক্রমণ করলেন রাজ্যপাল জগদীপ ধনকর। এদিন India Today Conclave East 2021 এর মঞ্চে মমতা সরকারকে নিশানা করেন তিনি। এর আগেও একাধিকবার নির্বাচনী সন্ত্রাস, রাজ্যের হিংসা, আইন-শৃঙ্খলার প্রসঙ্গ তুলে Mamata-র সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন রাজ্যপাল। কখনো টুইটারে লিখেছেন আবার কখনো প্রকাশ্যে কোনো অনুষ্ঠানে তিনি তার বক্তব্য পেশ করেছেন। এদিন তিনি আরো বলেন, রাজ্যে একটা শিল্প আসেনি। কয়েক দশক আগে এক নম্বর ছিল পশ্চিমবঙ্গ। এখন তাজপুর পোর্ট এর কথা বলছেন। 2017 সালে একই কথা বলেছিলেন। প্রশাসনের রাজনীতিকরণ হয়েছে। রাজনীতিতে যুক্ত হয়েছেন সরকারি আধিকারিকরা। সরকারি আধিকারিকদের রাজনীতির কাজে যখন ব্যবহার করা হয় তখন সেই রাজ্যে গণতন্ত্র থাকতে পারেনা। কেন্দ্রের টাকা থেকে রাজ্যের 75 লক্ষের বেশি কৃষক বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ করেছেন রাজ্যপাল Jagdeep Dhankar বিধানসভা নির্বাচনের আগে নির্বাচনী হিংসা প্রশাসনের রাজনীতিকরণ নিয়ে রাজ্যপালের এই মন্তব্য যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.