Rajib Ghosh– যদি দিলীপ ঘোষ লড়াই না করতেন তাহলে এতক্ষণে ভাইপোকে মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিতেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো গরিবের কল্যাণে রাজ্যে কেন্দ্রের 115 টি প্রকল্প কার্যকর হতে দিচ্ছেন না। কোচবিহারের জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে এই ভাবেই আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি এদিন ভাইপো এবং তার বাহিনীর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ করেছেন। সভা থেকে Amit Shah বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার 115 প্রকল্প গরিবদের জন্য চালু করেছে। রাজ্যে সেই প্রকল্প বন্ধ করে রেখেছেন মমতা দিদি এবং তার ভাইপো। মে মাসের পর আপনি করতে পারবেন না। তখন আর মুখ্যমন্ত্রী থাকবেন না। উত্তরবঙ্গের উন্নয়নের জন্য কেন্দ্র থেকে যে টাকা দেওয়া হয়েছে সেটা ভাইপো এবং তার বাহিনীর লোকেরা খেয়ে নিয়েছেন বলে মন্তব্য করেন অমিত শাহ। তিনি আরো বলেন, দিলীপ ঘোষ যদি লড়াইয়ে না নামতেন তাহলে এতক্ষণে ভাইপোকে CM ঘোষণা করে দিতেন Mamata মোদি সরকার গরিব কল্যাণ এর জন্য প্রতিশ্রুতি বদ্ধ আর মমতার সরকার ভাইপোর কল্যাণের জন্য প্রতিশ্রুতি বদ্ধ। এদিন কোচবিহারের সভা থেকে মমতা এবং তার ভাইপোর উদ্দেশ্যে সরাসরি তীব্র আক্রমণ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।