Rajib Ghosh– রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে মতুয়াদের নাগরিকত্ব ইস্যুতে রাজ্য রাজনীতি সরগরম হয়ে উঠেছে। তৃণমূলের বক্তব্য, মতুয়াদের নতুন করে কি নাগরিকত্ব দেবে মোদী সরকার? মতুয়ারা ভারতের নাগরিক। সংসদে আইন পাস হওয়ার পরেও এখনো কেন নাগরিকত্ব মিলল না? সেই বিষয়ে মতুয়া সমাজের একাংশ সরব হয়েছেন। এদিন ঠাকুরনগরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, CAA নিয়ে মুসলিমদের ভুল বোঝানো হচ্ছে। এই আইনে কারো নাগরিকত্ব যাবে না। করোনার টিকাকরণ শেষ হলেই মতুয়াদের CAA-র অধীনে নাগরিকত্ব দেবে BJP তিনি আরো বলেন, সংখ্যালঘুদের TMC, Congress,Left front সহ বিরোধীরা বলছে তাদের নাগরিকত্ব চলে যাবে। মুসলমান ভাই-বোনদের বলতে চাই CAA-তে কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার প্রস্তাবনা নেই। মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা রয়েছে। আমরা কথা দিয়েছিলাম কেন্দ্রে নরেন্দ্র মোদির সরকার এলে নাগরিকত্ব আইন সংশোধন করব। লোকসভা নির্বাচনে মতুয়ারা পদ্মফুলে ভোট দিয়েছেন। 2020 সালে নাগরিকত্ব সংশোধনী আইন পাশ করিয়েছি। আপনাদের কথা দিয়ে যাচ্ছি যেদিন করোনার টিকা করনের কাজ শেষ হবে আপনাদের সবাইকে BJP নাগরিকত্ব দেবে। করোনা এসে গেল। মমতা দিদি শুরু করে দিলেন। এপ্রিলের পরে আপনি তো মুখ্যমন্ত্রী থাকবেন না। Mamata-র উদ্দেশ্যে এই কথা বলেন Amit Shah