Rajib Ghosh– 30 এবং 31 শে জানুয়ারি রাজ্য সফর বাতিল হয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। দিল্লিতে বিস্ফোরণের কারণে তার ওই সফর বাতিল হয়। ঠাকুরনগরে অমিত শাহ এর জনসভা করার কথা ছিল। কিন্তু তিনি আসতে না পারায় মতুয়াদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। তখন অমিত শাহ মঞ্চ খুলতে নিষেধ করেন এবং সেখানেই তিনি সভা করবেন বলে জানান। তারপরে বৃহস্পতিবার রাজ্য সফরে আসছেন তিনি। CAA কার্যকর করা নিয়ে Amit Shah-এর বক্তব্য জানা যাবে বলেই জানা গিয়েছে। ঠাকুরনগরের মতুয়া সমাবেশে যোগ দেওয়ার আগে কোচবিহারে কর্মসূচি রয়েছে তার। নির্বাচনে রাজবংশী ভোট একটা বড় বিষয়। রাজবংশী সম্প্রদায়ের অধ্যুষিত এলাকায় TMC-র খারাপ ফলাফল হয়। তারপরে রাজ্য সরকার পুলিশে নারায়নী ব্যাটেলিয়ান চালু, ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিন এর ছুটি ঘোষণা, পঞ্চানন বর্মার জন্মভূমিতে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের অনুমোদন দেওয়া হয়েছে। লোকসভা নির্বাচনে মতুয়া সম্প্রদায়ের ভোট BJP- কে সমর্থন দিয়েছিল। রাজবংশীদের একটা অংশের ভোট তারা পেয়েছিল বলে দাবি তাদের। কোচবিহারের BJP MP নিশীথ প্রামানিক কেন্দ্রীয় সরকার একটি নারায়নী রেজিমেন্ট তৈরি করুক দাবি জানান। একই দিনে অমিত শাহ কোচবিহার এবং ঠাকুরনগরে সভা করবেন বলে জানা গিয়েছে।