Rajib Ghosh– রাজ্যের মানুষ ভয় মুক্ত নয়। গণতন্ত্রের জন্য এই ভয় খারাপ। ভয় এবং স্বাধীনতা একসঙ্গে চলতে পারে না। রাজ্যে ভয়ের আবহ এমন পর্যায়ে গেছে যে লোকে এখানে ভয় নিয়ে কথা বলতেই ভয় পায়। এটা দুঃখজনক। এক অনুষ্ঠানে রাজ্যের উদ্দেশ্যে ফের তোপ দাগলেন রাজ্যপাল জগদীপ ধনকর। পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই রাজ্য সরকারের সঙ্গে জগদীপ ধনকর এর একাধিক বিষয় নিয়ে সংঘাত তৈরি হয়েছে। কখনো টুইটারে রাজ্য সরকারের বিরুদ্ধে মন্তব্য করেছেন আবার কখনো সরাসরি কোনো অনুষ্ঠানে গিয়ে তিনি তার বক্তব্য পেশ করেছেন। কয়েকদিন আগে সেন্ট জেভিয়ার্স কলেজের সমাবর্তন অনুষ্ঠানে রাজ্যপাল জগদীপ ধনকর অভিযোগ করে বলেন, আপনি নিজের ইচ্ছায় দুটি ইট এবং এক বস্তা সিমেন্ট কিনতে পারবেন না। সিন্ডিকেট ধরে চলতে হবে। সাধারণ মানুষ, এমনকি শিল্পপতিরা নিজের ইচ্ছায় চলতে পারছেন না। রাজ্যে এটা কি চলছে? রাজ্যের বিরুদ্ধে রাজ্যপালের আক্রমণের জবাব দিয়েছেন TMC MP,MLA, নেতা-নেত্রীরা। যখন সামনে বিধানসভা নির্বাচন তখন রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে BJP সহ বিরোধী রাজনৈতিক দলগুলো একের পর এক আক্রমণ করছে।তার সঙ্গে রাজ্যপাল জগদীপ ধনকর সরকারের বিরুদ্ধে বক্তব্য পেশ করছেন। তিনি রাজ্যের সিন্ডিকেট রাজ চলছে বলে সরব হয়েছেন। তৃণমূল সাংসদ সৌগত রায় ও কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজ্যপালের মন্তব্যের বিরোধিতা করেছেন। নির্বাচনের আগে সরকারের বিরুদ্ধে একাধিকবার রাজ্যপাল জগদীপ ধনকর এর এই আক্রমণ যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.