Rajib Ghosh– মা- মাটি- মানুষের সরকারের তোষণের রাজনীতির জন্য মানুষ বিরক্ত হয়েছে। নির্বাচনে মমতা যাচ্ছে, পদ্ম আসছে। এদিন দিল্লিতে যাওয়ার আগে চা চক্রে যোগ দিয়ে এই দাবি করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। এদিন তিনি খড়্গপুরের কলাইকুন্ডায় চা চক্রে যোগ দেন। BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে এই চা চক্রে যোগ দিয়ে নাড্ডা দাবি করেন, বাংলায় এবার পদ্ম পাপড়ি মেলবে। কয়েকদিন ধরে হরিয়াতাড়া গ্রামে BJP-র চা-চক্রের অনুমতি নিয়ে টানাপোড়েন চলছিল। পরে পুলিশি অনুমোদন পাওয়া যায়। এই চা চক্রে প্রচুর মানুষ যোগ দেওয়ার জন্য সকলের কাছেই Nadda জানান, আপনারা এসেছেন আমি কৃতজ্ঞ প্রত্যেকের কাছে। সেখানে তিনি বলেন, TMC যে মা মাটি মানুষের ওপর নির্ভর করে ক্ষমতায় এসেছিল আজ তাদের উপরেই তোলাবাজি করছে। গরিব মানুষের ওপর যে অবিচার হচ্ছে সেটা চলবে না। এবারের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় কে চলে যেতে হবে। আপনারাই বলছেন চোর কে। আমি বলছি পদ্ম ছাড়া রাস্তা নেই। উন্নয়ন হলে পদ্মের মাধ্যমেই হবে। কেন্দ্রীয় সরকারের বহু প্রকল্পের কথা তুলে ধরেন নাড্ডা।তার কথায়, মোদি সরকারের উন্নয়নের জন্য Mamata Bandyopadhyay-এর এত রাগ। খড়্গপুরের কলাইকুন্ডায় এই চা চক্রে যোগ দিয়ে রাজ্যের তৃণমূল সরকার কে আক্রমণ করেন জে পি নাড্ডা।