Rajib Ghosh– কেন রথে থাকবে বিজেপি নেতারা? তারা কি জগন্নাথ- বলরাম- সুভদ্রার থেকেও বড়? বিজেপি নেতাদের কি এখন আমাদের পুজো করতে হবে? রায়গঞ্জের জনসভা থেকে বিজেপির উদ্দেশ্যে আক্রমণ করে বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচনের আগে রাজ্যজুড়ে পরিবর্তন যাত্রা সূচনা করেছে BJP এই রথযাত্রায় যোগ দিতে কেন্দ্রীয় নেতারা আসছেন। এর মধ্যেই BJP-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা রথযাত্রায় যোগ দেন। সেখান থেকে একটি দলীয় জনসভায় বক্তব্য রাখেন। মমতার সরকারের উদ্দেশ্যে আক্রমণ করেন Nadda এদিন রায়গঞ্জে TMC-র জনসভা থেকে Mamata বলেন, বাবুরা রথ বের করেছেন। সেখানে নেতারা জনগণের টাকায় ফুর্তি করছে। বলছে তারা নাকি রথযাত্রা করছে। এরা যেভাবে জগন্নাথদেবের রথযাত্রার কে কালিমালিপ্ত করেছে তা দেখে আমি লজ্জিত। ধর্মকে ভালোবাসতে গেলে মানুষকে ভালবাসতে হয়। যারা মানুষকে খুন করে লুটপাট করে তাদের মুখে কি ধর্মের কথা মানায়? জনসভায় বক্তব্য রাখার সময় মঞ্চের সামনে থাকা সাংবাদিক এবং চিত্রসাংবাদিক এর উপরে মমতা বন্দ্যোপাধ্যায় কে ক্ষুব্ধ হতে দেখা যায়। তিনি বলেন, যারা মিডিয়ার লোকজন আছেন তারা মিটিং এর সময় দয়াকরে সমস্যা তৈরি করবেন না। মিটিং গুলোকে কেন ডিস্টার্ব করেন। আপনারা আমাদের বন্ধু। তারপরেই আক্রমণ করে মমতা বলেন, কয়েকজন ইধার উধার করে। তারা এসব করার জন্যই আসে। এদিন BJP-র রথযাত্রা প্রসঙ্গে জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন।