Rajib Ghosh– কয়েকটা সভায় তৃণমূল নেত্রী বলেছেন তিনি উন্নততর তৃণমূল দেবেন। যদি এরপরে উন্নততর তৃণমূল আসে তাহলে অনলাইনে কাটমানি নেবে। সেটাই উন্নততর তৃণমূল। আর তার মডেল হচ্ছে ভাতিজা ভাইপো। ঝাড়গ্রামের লালগড়ের দলীয় সভা থেকে এই কথা বলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত, বেশ কিছুদিন আগে রাজ্যের CM এবং TMC নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তৃণমূলের বিকল্প আরো উন্নততর তৃণমূল। এবার সেই প্রসঙ্গে দলীয় সভায় শুভেন্দু বলেন, জয় শ্রীরাম বললে মমতা বন্দ্যোপাধ্যায় রেগে যাচ্ছেন আর তোলাবাজ ভাইপো বললে ভাইপো রেগে যাচ্ছেন। পরিবর্তনের জন্য লড়াই করেছিলাম। আসল পরিবর্তন হয়নি। নরেন্দ্র মোদির হাতে বাংলা তুলে দিতে চাই। বাংলায় ডবল ইঞ্জিন সরকার না হলে উন্নয়ন হবে না। জঙ্গলমহলের বাসিন্দাদের উদ্দেশ্যে Suvendu বলেন, ভোটব্যাঙ্ক সুনিশ্চিত করে চুরির লাইসেন্স রিনিউ করতে চায় তৃণমূল। শ্রী রামচন্দ্র তীর ধনুক ব্যবহার করতেন। জঙ্গলমহলের প্রতীক হলো তীর ধনুক। প্রকৃত রাম রাজ্য বিজেপি দিতে পারবে। শুভেন্দুর অভিযোগ, আদিবাসী সমাজ কুড়মি সমাজ কে রাজ্যের TMC সরকার বঞ্চনা করেছে। লোকসভা নির্বাচনের ফলাফলে স্পষ্ট হয়েছে রাজ্যের আদিবাসী ভোটে BJP যথেষ্ট প্রভাব ফেলেছে। সেই কথা মনে করিয়ে বলেন, লোকসভায় বিজেপিকে সমর্থন করেছেন। বিধানসভাতে বিজেপিকে সমর্থন করুন। বিধানসভা নির্বাচন একমাত্র পাখির চোখ BJP-র। সেই লক্ষ্যে প্রত্যেকটি দলীয় সভা থেকে তৃণমূলের সরকারকে আক্রমণ করে চলেছেন বিজেপি নেতৃত্ব।