Rajib Ghosh– দৈনিক 12 ঘন্টা ভিত্তিতে সপ্তাহে 4 দিন, প্রতিদিন 10 ঘন্টা কাজ করলে সপ্তাহে 5 দিন এবং দৈনিক 8 ঘণ্টা কাজ করলে সপ্তাহে 6 দিন কাজ করতে হবে। যারা 4 দিন কাজ করবেন সপ্তাহে তারা 3 দিন ছুটি পাবেন। 5 দিন করলে 2 দিন ছুটি পাবেন। আর 6 দিন কাজ করলে 1 দিন ছুটি পাবেন। জানালেন কেন্দ্রীয় শ্রমসচিব অপূর্ব চন্দ্র। কেন্দ্র শ্রমবিধি আওতায় একটি বিকল্প প্রদান করতে চলেছে। 4 টি শ্রমবিধি আওতায় কি কি নিয়ম হবে তা নিয়ে প্রস্তুতি নিচ্ছে কেন্দ্রীয় শ্রমমন্ত্রক। কেন্দ্রীয় শ্রম সচিব জানান, দেশের কর্মসংস্কৃতি যে পরিবর্তন আসছে শুধুমাত্র কর্মবিধির ক্ষেত্রে নমনীয়তার ব্যবস্থা করা হয়েছে। কোনো নিয়ম মানার জন্য কর্মী বা সংস্থাকে জোর করা হবে না।4 টি শ্রমবিধি, মজুরি বিধি, স্বাস্থ্য ও কাজের পরিবেশের বিধি, শিল্প কাজের ক্ষেত্রে সুরক্ষা বিধি এবং সামাজিক সুরক্ষা বিধি আনার জন্য কেন্দ্রীয় শ্রমমন্ত্রক তৈরি থাকবে। তবে জানা গিয়েছে সার্বিকভাবে সপ্তাহে 48 ঘন্টা কাজ করতে হবে। নয়া লেবার কোড আনতে চলেছে কেন্দ্র।