Rajib Ghosh-তেলেনিপাড়ায় যখন হিংসার ঘটনা ঘটে আমি এবং অর্জুন দা বারবার সেখানে যাওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু উনি যেতে দেননি। হিংসায় ইন্ধন জুগিয়েছেন। বরাবর তৃণমূলের হয়ে কাজ করেছেন। আমরা বারবার বলেছি প্রশাসনের 50% তৃণমূলের হয়ে কাজ করছে। এদিন চন্দননগরের প্রাক্তন পুলিশ কমিশনার হুমায়ুন কবীরের তৃণমূলে যোগ দেওয়ার প্রসঙ্গে এই কথা বললেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। হুমায়ুন কবীর জানুয়ারিতে ইস্তফা দেন। তার আগে তার স্ত্রী TMC-তছ যোগ দেন। হুমায়ুন কবীর যখন ইস্তফাপত্র দিয়েছিলেন তখন তার রাজনীতিতে যোগদান নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন হুমায়ুন কবীর। এর আগেও রাজনৈতিক দলের হয়ে কাজ করার অভিযোগে তাকে নির্বাচন কমিশনের নির্দেশে সরিয়ে দেওয়া হয়। এদিন তিনি TMC-তে যোগ দেওয়ার পরেই তাকে প্রার্থী করা হতে পারে বলে জানা গিয়েছে। সেই প্রসঙ্গে লকেট বলেন, সংসদে বলেছি। নির্বাচন কমিশনে বলেছি। আমরা দাবি করছি তৃণমূলের হয়ে যারা কাজ করছেন তাদের নির্বাচনী দায়িত্ব থেকে যেন সরিয়ে দেওয়া হয়। আমরা ক্ষমতায় আসার পর এদের জবাব দেব। এখন দেখার বিষয় বিধানসভা নির্বাচনে TMC নাকি BJP কোন রাজনৈতিক দল ক্ষমতায় আসে?