Rajib Ghosh– সামনেই বিধানসভা নির্বাচন। সাংস্কৃতিক জগতের ব্যক্তিরা রাজনীতির ময়দানে যোগদান করছেন। তবে সেটা অধিকাংশ ক্ষেত্রে তৃণমূল এবং বিজেপিতে। সেই সময় এক চলচ্চিত্র পরিচালক বামফ্রন্টের ব্রিগেড সমাবেশের জন্য স্লোগান লিখলেন। সেই সমাবেশ সফল করার ডাক দিয়ে এটি তৈরি করেছেন। তিনি নিজেই CPIM-এর সমর্থক হিসেবে পরিচয় দেন। সিপিএমের শ্রমজীবী ক্যান্টিনে তিনি নিয়মিত যেতেন। তবে বামপন্থী হিসেবে সক্রিয় ভাবে তিনি এবার রাজনীতিতে আসছেন বলেই জানা গিয়েছে। তিনি পেশায় চিকিৎসক এবং মেঘে ঢাকা তারার পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়। এক সংবাদ মাধ্যমে তিনি বলেন, এই সময়ে দেশ এবং রাজ্য যে ডামাডোলের মধ্যে দিয়ে যাচ্ছে সেখানে শিল্পী হিসেবে প্রতিক্রিয়া দিতে হয়। দেশ ও রাজ্যের অস্থির পরিস্থিতির কথা উল্লেখ করেই স্লোগানটি তৈরি করেছি। এর আগে সাংস্কৃতিক জগতের মধ্য দিয়ে বামপন্থীদের কর্মসূচি প্রাধান্য পেত। মেঘে ঢাকা তারার পরিচালক কমলেশ্বর এর কথায়, রাজনীতিতে কমিউনিস্ট পার্টি নানা সময়ে নানা জোট রাজনীতির মধ্যে গিয়েছে। তার মানে পার্টির কর্মী সমর্থকদের মধ্যে দর্শনগত বিরোধ শুরু হয়েছে সেটা ঠিক নয়। বিধানসভা নির্বাচনের আগে বামেরা কংগ্রেসের সঙ্গে জোট করে রাজনৈতিক কর্মসূচি তৈরি করছে। সে ক্ষেত্রে Left front, Congress-এর জোট নিজেদের মধ্যে আসন রফা ও করেছে।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.