Rajib Ghosh– নিজেদের দুর্নীতি চাপা দেওয়ার জন্য কয়েকটা দুষ্টু গরু হাম্বা হাম্বা ডাকছে আর ইধার উধার করছে। গিয়ে ভালো হয়েছে। পাপ বিদায় নিয়েছে। কালনার দলীয় সভা থেকে তৃণমূল ছেড়ে যাওয়া সাংসদ, বিধায়ক, নেতাদের উদ্দেশ্যে এই ভাষায় বক্তব্য রাখলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। TMC ছেড়ে বর্ধমান পূর্বের MP সুনীল মণ্ডল, কালনার MLA বিশ্বজিৎ কুণ্ডুর BJP-তে যোগদান করেছেন। এদিন বক্তব্যে তিনি বলেন, যারা দলে থেকে TMC-র খারাপ করার চেষ্টা করে তাদের দলে থাকার কোনো প্রয়োজন নেই। যারা মানুষের কাজ করবে তারাই তৃণমূল কংগ্রেস করবে। দলত্যাগী দের উদ্দেশ্যে কালনার সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দুষ্টু গরু বলে কটাক্ষ করেন। Mamata আরো বলেন, দলত্যাগী কু সন্তানরা মা সমান তৃণমূলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। মা ছেলে দের লালন পালন করবে আর মা যখন অসুস্থ হয়ে পড়বে বা মায়ের খাদ্যের প্রয়োজন হবে তখন তুমি তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে। এরকম কুসন্তান কখনো সন্তান হয় না। এরপর এই এলাকার উন্নয়ন প্রসঙ্গে মমতা বলেন, শান্তিপুরের সঙ্গে কালনাকে যুক্ত করার জন্য 1100 কোটি টাকার সেতুর কাজ চলছে সেটা হলে কিছুক্ষণের মধ্যেই আপনারা শান্তিপুর, নবদ্বীপে যেতে পারবেন। নতুন করে ইসকনের মন্দির তৈরীর জন্য 700 একর জমি দেওয়া হয়েছে। নবদ্বীপ কে হেরিটেজ শহর ঘোষণা করা হয়েছে। কালনায় যত মন্দির আছে এত মন্দির কোথাও নেই বলে জানান মুখ্যমন্ত্রী। এদিন কালনার সভা থেকে TMC-তে যোগদান করলেন প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীর। কিছুদিন আগেই তিনি চন্দননগর কমিশনারেট এর পুলিশ কমিশনার থেকে পদত্যাগ করেন। এদিন হুমায়ুন কবীর বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সুখে দুঃখে বন্যায় ঝড়ের সময়ে বিভিন্ন প্রকল্প নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন। এটা নিজে দেখেছি। তার অনুপ্রেরণায় অভিভূত। BJP বিভেদ করে ক্ষমতা দখল করতে চাইছে। আমাদের দৃঢ় বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায় ফের ক্ষমতায় আসবেন।