Rajib Ghosh– শহরের কোলাহল থেকে দূরে একান্ত নিভৃতে কয়েকটা দিন ছুটি কাটাতে চান সকলেই। ব্যস্ত জীবন থেকে কয়েকটা দিনের জন্য দূরে গিয়ে গ্রামীন পরিবেশে প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে নিভৃতে কাটানোর জন্য আদর্শ ঠিকানা হতে পারে কৈখালী হোমস্টে। কলকাতা থেকে 85 কিলোমিটার দূরে মাতলা নদী থেকে এক মিনিটের হাঁটা পথে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে এই কৈখালী হোমস্টে। বেশি দূরে নয়, এখানে খুব সহজেই আসতে পারেন। শিয়ালদহ থেকে ট্রেনে করে জয়নগর স্টেশনে নেমে অটো নিতে পারেন। অটোতে করে জামতলা হয়ে বনঘেরী পৌঁছে যাওয়া যায়। গাড়িতে করে কলকাতা থেকে এখানে পৌঁছে যেতে পারেন। তবে হোমস্টে এর কাছাকাছি প্রায় দেড় কিলোমিটার রাস্তা খারাপ হওয়ার কারণে গাড়িতে করে যাওয়া সম্ভব হয় না। সেক্ষেত্রে গাড়ি হোমস্টের পার্কিংয়ে রেখে টোটো বা ভ্যান রিক্সা নিয়ে 10 মিনিটে পৌঁছে যেতে পারেন। তবে সে ক্ষেত্রে টোটো বা ভ্যানের জন্য কোনো আলাদা খরচ নেই। কয়েকটা দিন শহর থেকে দূরে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারেন। কৈখালী থেকে লঞ্চে করে ঝড়খালি টাইগার রেসকিউ সেন্টার ঘুরে নিতে পারেন। মাতলার বুকে দুই এক ঘণ্টার জন্য বোট ভাড়া করে নিয়ে ভেসে বেড়াতে পারেন। উপভোগ করতে পারেন গ্রামীণ পরিবেশ। সে ক্ষেত্রে প্রতিদিন মাথাপিছু থাকা-খাওয়া সমেত খরচ 1750 টাকা।
বিস্তারিত জানার জন্য ফোন করতে পারেন 9330568605