Rajib Ghosh– লোকসভা নির্বাচনের হিসাবে বীরভূমের বিধানসভা ভিত্তিক ফল অনুযায়ী 11 টি আসনের মধ্যে 5 টিতে বিজেপি এগিয়ে রয়েছে। 6 টি তে এগিয়ে রয়েছে তৃণমূল। এবার সেই বীরভূমে সাংগঠনিক শক্তি কে আরো মজবুত করার জন্য সর্বশক্তি লাগাতে চাইছে BJP 4 কেন্দ্রীয় নেতা চারদিন ময়দানে নামতে চলেছেন। লোকসভা নির্বাচনে বীরভূমের 2 টি আসনের মধ্যে বিজেপি সেই অর্থে কিছু করতে পারেনি। কিন্তু বিধানসভা নির্বাচন ভিত্তিক ফলাফল TMC-র থেকে একটি বিধানসভার কম আসনে এগিয়ে ছিল BJP এবারের নির্বাচনে সেই বীরভূমে বিজেপি অনুব্রতর দুর্গ দখল করতে চাইছে। অন্যদিকে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল বলছেন খেলা হবে। কেন্দ্রীয় নেতাদের তালিকায় রয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা, কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। মঙ্গলবার তারাপীঠ থেকে শুরু হচ্ছে বিজেপির পরিবর্তন যাত্রা। সেদিন এই যাত্রার উদ্বোধন করবেন দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। পরেরদিন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ময়ূরেশ্বর এই যাত্রায় অংশগ্রহণ করবেন। সিউড়িতে যাত্রায় অংশ নেবেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। বীরভূমের নানুরে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই যাত্রায় যোগ দেবেন বলে জানা গিয়েছে। বিধানসভা নির্বাচনের লক্ষ্যে বীরভূম জেলায় BJP তাদের সংগঠনকে শক্তিশালী করতে চাইছে।