Rajib Ghosh– দলের মধ্যে থেকে সমস্ত নোংরা বার হয়ে গিয়েছে বলেছিলেন উনি। মুখ্যমন্ত্রী বিধায়ক বিশ্বজিৎ কে কেন জিজ্ঞাসা করলেন কিরে বিশ্বজিৎ কোনো সিদ্ধান্ত নিয়েছিস? এইতো বিশ্বজিৎ দাস আমার সঙ্গে বসে আছেন। বিধানসভার মধ্যে কথা বলেনি। বাইরে ও কথা বলেছে। বললেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন BJP-র 2 MLA বনগাঁ উত্তরের বিশ্বজিৎ দাস এবং নোয়াপাড়ার সুনীল সিং। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাদের সাক্ষাতের বিষয়ে রাজ্যজুড়ে জল্পনা শুরু হয়। তবে কি BJP-র এই 2 MLA ফের TMC-তে ফিরে যাচ্ছেন? বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস ছেড়ে একাধিক MP,MLA, মন্ত্রীরা বিজেপিতে যোগদান করছেন। সেই সময় বিজেপির 2 বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলায় তাদের TMC-তে ফিরে যাওয়া নিয়ে গুঞ্জন সৃষ্টি হয়। সেই প্রসঙ্গে BJP-র হেস্টিংসের দলীয় অফিসে তৃণমূলের উদ্দেশ্যে কটাক্ষ করে এই কথা বলেন শুভেন্দু অধিকারী। যদিও তাদের তৃণমূলে ফিরে যাওয়া নিয়ে তৃণমূলের তরফে কেউ কিছু বলেনি। BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানান, বিশ্বজিৎ দাস এবং সুনীল সিং দলকে জানিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। তবে TMC MLA পার্থ ভৌমিক বিশ্বজিৎ তহবিলের বরাদ্দ নিয়ে কথা বলছিলেন বলে জানান। জানা যায় বিশ্বজিৎ দাস CM মমতা বন্দ্যোপাধ্যায় কে দেখা করে প্রণাম জানান। সেই বিষয়ে শুভেন্দু অধিকারী দলের পক্ষ থেকে বক্তব্য পেশ করেন।