Rajib Ghosh– কোনো ভালো কাজেই তারা আসেন না। তাই ফুলের তোড়াটা এখানে রেখে দিলাম। সীতারামপুর স্টেশন দিয়ে তিনি যদি কখনো যান তাহলে তখন ফুলের তোড়া টি নিয়ে যাবেন। স্থানীয় বিধায়ক এর উদ্দেশ্যে এই মন্তব্য করেছেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। এদিন আসানসোলের সীতারামপুর স্টেশনে একটি যাত্রী প্রতীক্ষালয় এবং শৌচালয়ের উদ্বোধন করা হয়। সেই অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্থানীয় MLA উজ্জ্বল চট্টোপাধ্যায়ের থাকার কথা থাকলেও তিনি হাজির হননি। তার জন্য আলাদা চেয়ার রাখা হয়েছিল। সেই প্রসঙ্গেই আসানসোলের MP এবং Central Minister বাবুল সুপ্রিয় তার উদ্দেশ্যে এই মন্তব্য করেন। তার জন্য নির্ধারিত চেয়ারে ওই ফুলের তোড়া টি রেখে দেন। এদিনের সরকারি অনুষ্ঠানে BJP কর্মীরা জয় শ্রীরাম ধ্বনি দেয়। বাবুল সুপ্রিয় দলীয় পতাকা নিয়ে বাইক মিছিল করে এই অনুষ্ঠানে উপস্থিত হন। সেই কারণে বিতর্ক তৈরি হয়েছে। বাবুল বলেন, জয় শ্রীরাম ধ্বনিতে ভূত-পেত্নী পালায়। সেখানে দলীয় কর্মীদের উদ্দেশ্যে জয় শ্রীরাম ধ্বনি কে সমর্থন করে শুভেচ্ছা জানান কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়।