Rajib Ghosh– বিধানসভা নির্বাচনের আগে রাজ্যজুড়ে তৃণমূল কংগ্রেস ছেড়ে একাধিক সাংসদ, বিধায়ক, নেতারা বিজেপিতে যোগদান করছেন। এরমধ্যে রাজ্যের বেশকিছু মন্ত্রীও BJP-তে যোগদান করেছেন। ফলে নির্বাচনের আগে TMC সাংগঠনিকভাবে যথেষ্ট সমস্যার মধ্যে পড়েছে। সেই সময়ে এদিন বিধানসভায় রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন বিজেপির দুই বিধায়ক। বনগাঁ উত্তরের MLA বিশ্বজিৎ দাস এবং নোয়াপাড়ার MLA সুনীল সিং মমতার সঙ্গে দেখা করেন বলে জানা গিয়েছে। নোয়াপাড়ার MLA সুনীল সিং ব্যারাকপুরের BJP MP অর্জুন সিং এর ঘনিষ্ঠ আত্মীয়। বনগাঁ উত্তরের বিধায়ক বিশ্বজিৎ দাস মমতা বন্দ্যোপাধ্যায় কে প্রণাম জানান। সুনীল সিং এই বিষয়ে বলেন, তৃণমূলে ফেরার কোনো বিষয় নেই। MLA Lad নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার জন্যই দেখা করা। তবে BJP-র এই 2 বিধায়ক মমতার সঙ্গে দেখা করা নিয়ে রাজ্য রাজনীতিতে জল্পনা শুরু হয়েছে। তবে কি বিজেপির 2 বিধায়ক ফের তৃণমূলে ফিরতে চলেছেন? প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে এ বিষয়ে তারা কিছু জানাননি। নির্বাচনী আচরনবিধি কিছুদিনের মধ্যেই শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে। তাই এই সময়ে নতুন কোনো উন্নয়নমূলক প্রকল্প তৈরি করার মতো পরিস্থিতি নেই বিধায়কের। সেখানে তারা এই বিষয়টি বললেও রাজ্য রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে।