Rajib Ghosh– রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বঞ্চনার কথা বলছেন। কিন্তু কেন্দ্রীয় সরকারের প্রকল্প গুলো রাজ্যে গ্রহণ করছেন না কেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে এই অভিযোগ করেন ব্যারাকপুরের বিধায়ক শীলভদ্র দত্ত। তিনি এদিন বারাসাতে BJP-র বাইক মিছিল কর্মসূচিতে যোগদান করেন। সেখানে তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের নিয়মে সরাসরি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে যাবে। সেটা মুখ্যমন্ত্রী মানতে পারছেন না। কারণ মুখ্যমন্ত্রীর হাতে টাকা এলে সেই টাকা জেলাশাসক বিডিও এবং পঞ্চায়েতের মাধ্যমে দেওয়া হলে TMC-র লোকেরা কাটমানি নিতে পারবে। আর কেন্দ্রীয় সরকার সরাসরি উপভোক্তার অ্যাকাউন্টে দিলে কাটমানি নিতে পারবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সবকা সাথ সবকা বিকাশ বাংলাকে বাদ দিয়ে নয়। কেন্দ্রীয় সরকারের বঞ্চনা নেই। প্রত্যেক রাজ্যের উন্নয়ন হলে ভারতবর্ষের উন্নয়ন হবে। প্রসঙ্গত, রাজ্য রাজনীতিতে দীর্ঘদিন ধরেই কেন্দ্রের বঞ্চনার কথা তুলে ধরা হয়। সেই প্রসঙ্গে এদিন শীলভদ্র দত্ত BJP-র কর্মসূচিতে যোগদান করে এই কথা বলেন।