Rajib Ghosh– 2011 সালে বাংলায় পরিবর্তনের ডাক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণে সারা দেশের নজর ছিল বাংলার দিকে। যা আশা করা হয়েছিল তা হয়নি। হলদিয়ায় জনসভা থেকে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন সভায় মোদি প্রশ্ন করেন বাংলা কেন পিছিয়ে পড়েছে? পরিকাঠামো বাণিজ্যের নিরিখে পশ্চিমবঙ্গ সারা দেশের মধ্যে বিশেষ ছিল। বাংলা থেকে যারা শিক্ষা নিয়ে বের হতেন তাদের বিশেষ সম্মান ছিল। আগে বাংলায় যেমন উন্নয়ন হতো গত দশকে পিছিয়ে পড়েছে। পশ্চিমবঙ্গের এই পরিস্থিতির জন্য এখানকার রাজনীতি সবথেকে বড় কারণ বলে মন্তব্য Modi-র। তার বক্তব্যে এদিন মরিচঝাঁপি নন্দীগ্রামের প্রসঙ্গ উঠে আসে। মোদি বলেন, মরিচঝাঁপি গণহত্যা হয়েছিল। নন্দীগ্রামে যারা দোষী তারা কেন এখন TMC-র দলে? গরীবরা কি শুধু ভোট নেওয়ার জন্য? মা-মাটি-মানুষের স্লোগান দেওয়া লোকেরা ভারত মাতার জন্য স্বর উঁচু করতে পারছেন না। ভারত মাতা কি জয় ধ্বনি দিলেই রেগে যান দিদি। বক্তৃতায় বাংলায় বলেন, মেদিনীপুরের পবিত্র মাটিতে আসতে পেরে নিজেকে ধন্য বোধ করছি। শহীদ মাতঙ্গিনী শহীদ ক্ষুদিরামের রক্ত রাঙা হয়েছে এই ভূমি। এই মাটিতে তাম্রলিপ্ত জাতীয় সরকার তৈরি হয়েছিল। এই মাটির বীর সন্তান বিদ্যাসাগর মহাশয় বাঙালিকে বর্ণ পরিচয় দিয়েছে। এদিন সভায় PM নরেন্দ্র মোদি বাংলার জন্য কেন্দ্র কি কি কাজ করেছে তার খতিয়ান তুলে ধরেন।