Rajib Ghosh– TMC-র নেতারা যে ভাষায় কথা বলছেন, দলের যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে বক্তব্য রাখছেন, হিংসায় উস্কানি দিচ্ছেন। যাতে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। অভিযোগ করে বললেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তার বক্তব্য পেশ করেন। সেখানে তিনি রথযাত্রা নিয়েও কিছু খবর রয়েছে বলে জানান। সেই প্রসঙ্গে তিনি বলেন, রথযাত্রার উপরে হামলা করে প্রমাণ করানোর চেষ্টা হবে যে BJP সাম্প্রদায়িক। নির্বাচনের আগে ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা হচ্ছে। সাধারণ মানুষ তৃণমূলকে ভোট দেবেন না। এটা নিশ্চিত। তাই যেভাবে ভয়ের একটা পরিবেশ তৈরি করে রাজ্যবাসীর মনে ভীতি তৈরি করা হচ্ছে। এই প্রসঙ্গে তিনি বলেন, বেশ কিছু জায়গায় বিশেষ সম্প্রদায়ের মানুষকে দিয়ে BJP-র ওপর হামলা করানো হচ্ছে। তবে মানুষের মধ্যে থেকে ভয়ের পরিবেশ কেটে যাচ্ছে। মানুষ আর এই ধরনের পরিস্থিতি মেনে নেবে না। প্রসঙ্গত, হাওড়া ডুমুরজলায় বিজেপির পাল্টা জনসভার কর্মসূচি নিয়েছে তৃণমূল। এই কর্মসূচিতে TMC-র পক্ষ থেকে দাবি করা হয়েছে, প্রচুর BJP-র কর্মী নেতারা TMC-তে যোগ দেবেন। এই প্রসঙ্গে Dilip-এর বক্তব্য, অরুপ রায়ের দলের নেতারা বিজেপিতে যোগদান করছেন। তাদেরকে আগে সামলে রাখুন। এখন সেই পরিবেশ নেই যে বিজেপির কর্মীরা তৃণমূলে যোগদান করবে। তৃণমূলের যে সমস্ত পুরনো কর্মীরা বসেছিল তাদেরকেই নিয়ে এসে যোগদান করাচ্ছে। এই প্রসঙ্গে শিল্পীদের যোগদানের বিষয়টি তুলে ধরেন দিলীপ ঘোষ। তার কথায়, সিনেমা শিল্পীদের ভয় দেখানো হচ্ছে। কাজ করতে দেওয়া হচ্ছে না। তাই কাজ হারাবার ভয়ে সেই সমস্ত শিল্পীরা এসে TMC-তে যোগদান করছেন। মহেশতলায় শোভন বৈশাখীর রোড শোতে তৃণমূলের পক্ষ থেকে কালো পতাকা দেখানোর প্রসঙ্গে তিনি বলেন, এর বেশি কিছু করার নেই তৃণমূলের। এমনকি গুন্ডারাও বুঝে গিয়েছে হাওয়া পাল্টাচ্ছে। এরপরেও এখানে বাস করতে হবে। তাই তারাও শান্ত হচ্ছে। ফেব্রুয়ারি মাসের পরে আর TMC- কে খুঁজে পাবেন না। শুভেন্দুর বিরুদ্ধে অভিষেকের বক্তব্য প্রসঙ্গে বলেন, দীর্ঘদিন ধরেই শুভেন্দু বিজেপিতে আসবেন বলে শোনা যাচ্ছিল। তৃণমূল কংগ্রেস যোগ্যদের দলে থাকতে দেবেন না। তাদের ভয় করেন। একটা প্রাইভেট কোম্পানি হিসেবে চলে। কোনো যোগ্য লোক তৃণমূলে থাকতে পারবে না। তৃণমূলে গণতন্ত্র নেই। দলের নেতাদের সম্মান নেই। তারা বিকল্প খুঁজছিলেন। ভারতীয় জনতা পার্টি বিকল্প হিসেবে এসেছে। তাই তারা তাতে যোগদান করছেন। তৃণমূল কংগ্রেস বাংলার সংস্কৃতি শিল্প ঐতিহ্য ধ্বংস করেছে। BJP স্বচ্ছ প্রশাসনের পরিবেশ রাজ্যে তৈরি করবে দাবি করেন বিজেপির সভাপতি দিলীপ ঘোষ।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.