Rajib Ghosh– কোনো কোম্পানি উঠে গেলে লালবাতি জ্বলে গিয়েছে বলা হয়।তৃণমূলের লালবাতি জ্বলে গিয়েছে।যাদের নিয়ে তৃণমূল তৈরী করেছিলাম তাদের হাতে কালো পতাকা।মহেশতলায় দলীয় সভা থেকে এই কথা বলেন শোভন চট্টোপাধ্যায়।এদিন মহেশতলায় রোড শো করে BJP।সেই রোড শোতে শোভন ও তার বান্ধবী বৈশাখী উপস্থিত ছিলেন।তখন সেখান থেকে তাদের উদ্দেশ্যে কালো পতাকা, ঝাঁটা,জুতো দেখানো হয়।রাস্তার পাশে ব‍্যানারে লেখা ছিল, তোমাদের আগমনে মহেশতলাবাসী লজ্জিত।শোভনের শ্বশুর বাড়ি এই মহেশতলায়।তার শ্বশুরমশাই TMC MLA দুলাল দাস।এদিনের ঘটনায় তার হাত রয়েছে বলে মনে করছেন BJP কর্মীরা।রোড শো চলার সময় শোভন বলেন, দুলাল দাসের দ্বিচারিতা রয়েছে।ওর গুদামঘরের জমির মালিকানা আমার।এরপরই পারিবারিক বিষয়ে বলেন, রত্নাদেবী আমায় একবার ফোন করতেন।আর কাকে অনেক বার ফোন করতেন তার খোঁজ দিন দুলাল দাস।এদিন BJP-র রোড শোতে যথেষ্ট পরিমাণে সমর্থকদের উৎসাহ ছিল।