Rajib Ghosh– ফেসবুকে একজন পোস্ট করে আমাকে ভয় দেখাচ্ছে। তোর বাপকে গিয়ে বল বাড়ির 5 কিলোমিটারের মধ্যে দাঁড়িয়ে আছি। কি করবি কর। চার আনার নকুলদানা তার আবার ক্যাশ মেমো। নাম না করে শুভেন্দু অধিকারীর খাস তালুকে গিয়ে যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এইভাবেই আক্রমণ করলেন। এদিন কাঁথিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করেন। কয়েকদিন আগে কনিষ্ক পান্ডা নামে এক নেতা এক যুবক দেবাশীষ জানা কে নিয়ে ভিডিও তুলে Social Media-তে পোস্ট করেন। সেখানে বলেন চেনা যাচ্ছে? শুধরে যাও। প্রসঙ্গত, অভিষেক বন্দ্যোপাধ্যায় 2015 সালে পূর্ব মেদিনীপুরে সভায় করতে গিয়েছিলেন। তিনি যখন বক্তৃতা করছিলেন তখন এক যুবক মঞ্চে উঠে তাকে চড় মারেন। এদিন সেই প্রসঙ্গে Abhisek Bandyopadhyay আক্রমণ করেন। অভিষেক আরো বলেন, বলছে আমার থেকে 18 বছরের বড়। কেন তুই তোকারি করছি। কাউকে তুই-তোকারি করিনা। কিন্তু বেইমানদের করব। কিছুদিন আগে BJP নেতা শুভেন্দু অধিকারী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বলেছেন, ওর থেকে 18 বছরের বড়। তুই তোকারি করছে। মোদীজি কে তুই তোকারি করেন। নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলেন শুভেন্দু। সেই প্রসঙ্গ তুলে অভিষেক এদিন এই কথা বলেন। তিনি আরো বলেন, যারা সারদায় টাকা রেখে সর্বস্বান্ত হয়েছেন তারা সিবিআই ইডির ওপর ভরসা করবেন না। টাকা পাওয়ার জন্য এই গদ্দার দের বাড়ি ঘেরাও করতে হবে। এদিন বক্তব্যে বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রসঙ্গে বলেন, বিদ্যাসাগরের মূর্তি যারা ভেঙেছে, বিশ্বাসঘাতক তাদের প্রণাম করছে। কাঁথিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার দিকে রাজ্যবাসীর নজর ছিল। তিনি এদিন সেখানে BJP-কে তীব্র আক্রমণ করেন। Suvendu Adhikari-র এলাকায় গিয়ে তাকে আক্রমণ করেন অভিষেক। এর আগে শুভেন্দুর বিরুদ্ধে TMC-র পক্ষ থেকে সভায় আক্রমণ হলে পরে সভা করে শুভেন্দু তার জবাব দিয়েছে। BJP নেতা শুভেন্দু অধিকারী পাল্টা সভা করে জবাব দেবেন বলেই মনে করা হচ্ছে।