Rajib Ghosh– বিধানসভা নির্বাচনের আগে 4 মাসের ভোট অন অ্যাকাউন্ট পেশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থমন্ত্রী অমিত মিত্র শারীরিক অসুস্থতার কারণে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল জগদীপ ধনকর এর কাছ থেকে অনুমতি নিয়ে বাজেট পেশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের বাজেটে তিনি পার্শ্ব শিক্ষকদের বেতন 3 শতাংশ বাড়ানোর প্রস্তাব দেন। তপশিলি জাতি, উপজাতি ও জনজাতির জন্য অলচিকি ভাষা স্কুল তৈরির প্রস্তাব দেন। কলকাতায় বেশ কিছু উড়ালপুল এবং উড়ালপথের প্রস্তাব দিয়েছেন বাজেটে। পর্যটন শিল্পে 10 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বালুরঘাট, মালদহ, কোচবিহারে বিমান চলাচল করার জন্য 50 কোটি টাকা বরাদ্দ করেছেন মুখ্যমন্ত্রী। কলকাতায় বেশকিছু উড়ালপুল তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে। রুবি থেকে কালিকাপুর পর্যন্ত উড়ালপথ, চিংড়িঘাটা থেকে নিউটাউন পর্যন্ত উড়ালপুল, পাইকপাড়া থেকে শিয়ালদহ পর্যন্ত উড়ালপথ নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছে বাজেটে। মোট 2575 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। যুবশক্তি নামের নতুন একটি প্রকল্পে যুবকদের ইন্টার্ন হিসেবে নেওয়া হবে। তারপরে চাকরি দেওয়া হবে। বাজেট বক্তৃতায় মুখ্যমন্ত্রী জানান দুয়ারে সরকার এবং পাড়ায় সমাধান বছরে 2 বার করে হবে। স্বাস্থ্য সাথী প্রকল্প চালু করা হচ্ছে। সারা বছর ধরেই প্রকল্প চলার জন্য দেড় হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে। কৃষক বন্ধু প্রকল্পের অনুদান 5 হাজার থেকে বাড়িয়ে 6 হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। কলকাতা পুলিশে নেতাজি ব্যাটেলিয়ান নামে নতুন ব্যাটেলিয়ান হবে। 45 হাজার শ্রমিককে 1 হাজার টাকা করে আর্থিক সাহায্য করা হবে। মাদ্রাসাগুলোকে আর্থিক সাহায্য করার জন্য 50 হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে। এদিন বাজেট পেশ ঘিরে বিধানসভায় প্রচন্ড হই হট্টগোল হয়। BJP-র পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়। BJP-র MLA- রা ওয়াকআউট করেন। বামেদের পক্ষ থেকে আগেই এই বাজেট বয়কট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বিরোধীশূন্য বিধানসভায় এদিন বাজেট পেশ করেন রাজ্যের CM মমতা বন্দ্যোপাধ্যায়।