Rajib Ghosh– বিধানসভা নির্বাচনের আগে রাজ্য রাজনীতি সরগরম হয়ে উঠেছে। সেই সময় শিল্পী, কলাকুশলী, অভিনেতা-অভিনেত্রীরা বিভিন্ন রাজনৈতিক দলে যোগদান করতে শুরু করেছেন। এবার তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন অভিনেতা দীপঙ্কর দে, ভরত কল, অভিনেত্রী লাভলী মৈত্র সহ আরো অন্যান্যরা। রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু এবং যুব TMC-র সহ-সভাপতি এবং অভিনেতা সোহম চক্রবর্তীর উপস্থিতিতে দীপঙ্কর দে এবং ভরত কল সহ অন্যান্যরা তৃণমূলের দলীয় পতাকা তুলে নেন। TMC-তে যোগদান করার পর দীপঙ্কর দে বলেন, তৃণমূলের সঙ্গে দীর্ঘদিন ঘনিষ্ঠতা রয়েছে। যখন অসুস্থ ছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় অরুপ বিশ্বাসকে হাসপাতালে দেখতে পাঠিয়েছিলেন। হাসপাতালের বিল 2 বার মিটিয়েছে রাজ্য সরকার। আমাকে বঙ্গভূষণ ও বঙ্গ বিভূষণ পুরস্কার দিয়েছে। বেইমানি করতে পারবোনা। তিনি আরো বলেন, একুশের নির্বাচনে TMC জিতছে। বাংলায় মমতার সরকারই থাকছে। টেলিভিশন ইন্ডাস্ট্রির দুই অভিনেতা এদিন তৃণমূলে যোগ দিয়ে জানান মুখ্যমন্ত্রীর জনসেবা তাদের অনুপ্রেরণা। সামনে যখন নির্বাচন তখন কেউ BJP-তে, কেউ TMC-তে, আবার কাউকে বামপন্থীদের দলে যোগ দিতে দেখা যাচ্ছে।