Rajib Ghosh– নিজের ক্ষমতায় পশ্চিমবঙ্গের উন্নয়নের কাজ দেখাতে পারছেন না পিসি। তাই অনুগামী সংবাদমাধ্যম নিয়ে উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ ব্রিজের উদ্বোধন করেছেন। যে ব্রিজ কেন্দ্রের টাকায় গড়ে তোলা হয়েছে। রাজ্যের সবথেকে বড় সেতু গড়তে 415 কোটি টাকা খরচ হয়েছে। টুইটারে লিখেছেন BJP-র পশ্চিমবঙ্গের সহ পর্যবেক্ষক অমিত মালব্য। প্রসঙ্গত, রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক কাজ কর্ম নিয়ে নিজেদের অবদানের কথা বলছে বিজেপি এবং তৃণমূল। এবার উত্তরবঙ্গের জয়ী সেতু উদ্বোধন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে এই মন্তব্য করেছে BJP বিজেপির পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়েছে, রাজ্যের কাজে কেন্দ্রের টাকা ব্যবহার হলেও তার নাম পায়নি কেন্দ্রীয় সরকার। নিজের পত্রপত্রিকায় উদ্বোধনের দিনক্ষণ ঘোষণা করে CM মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ছবি ছাপিয়েছেন। এর আগে রাজ্যের দীর্ঘতম সেতু ছিল ফারাক্কা ব্রিজ। এদিন রাজ্যের সব থেকে বড় সেতু কোচবিহারের মেখলিগঞ্জ সাব-ডিভিশনে রয়েছে এই জয়ী সেতু। তিস্তা নদীর উপরে এই সেতু নির্মাণ করা হয়েছে। তবে সেতুর কাজ শেষ হলেও মেখলিগঞ্জ থেকে এই সেতু পর্যন্ত যে সংযোগকারী রাস্তার কাজ এখনো শেষ হয়নি। এই সেতু হওয়ায় যাতায়াতে উপকৃত হবেন মেখলিগঞ্জ ও হলদিবাড়ির বাসিন্দারা। এর আগে দীর্ঘ পথ অতিক্রম করতে 2 ঘন্টার থেকেও বেশী সময়ে লাগতো। এবার জয়ী সেতু হওয়ার ফলে সেই সময়ে মাত্র 15 মিনিট হবে। BJP-র অভিযোগ CM ভার্চুয়ালি এই সেতুর উদ্বোধন করেছেন নির্বাচনের আগে নাম কেনার জন্য। নির্বাচনের আগে উত্তরবঙ্গের এই জয়ী সেতু উদ্বোধন নিয়েও TMC, BJP-র মধ্যে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।