Rajib Ghosh– এই রাজ্যে তারুণ্যের মুখ, রাজ্যকে নতুন করে উজ্জীবিত করতে যে সাহায্য করেছে, যার মুখটা বাংলায় পরিবর্তনের নাম হিসেবে চিহ্নিত হচ্ছে, সেই শুভেন্দু অধিকারী মঞ্চে উপস্থিত রয়েছেন। বারুইপুরে BJP-র জনসভায় বক্তৃতা করতে গিয়ে সম্বোধন করার সময় এই ভাবেই বিজেপি নেতা শুভেন্দু অধিকারী কে সম্বোধন করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়। বক্তব্যে তিনি বলেন, কালনার মিটিংয়ে বলেছি কখন ব্যাট ছাড়তে হয় সেটা জানি। কখন ধরতে হয় সেটাও জানি। এখন ব্যাট ছাড়ার সময়। তবে কখন আবার ব্যাট ধরতে হবে স্লগ ওভারে সেটাও জানা আছে। আনন্দবাজার কটাক্ষ করে বলেছে আমি ব্যাট ছাড়ার কথা বলেছি। আবার Mukul Roy জানান, Bat ছাড়ার সময়। তবে আবার খেলবেন স্লগ ওভারে। স্লগ ওভার এর খেলাটা এখনো বাকি আছে। আজ সবাই দেখতে পাচ্ছে বারুইপুরে BJP-র জনসভায় কত লোক জমায়েত হয়েছে। পৃথিবীর মানুষ দেখুক বারুইপুরে এখন আর 31 এ 31 নেই। মমতা বন্দোপাধ্যায় আস্তে আস্তে নিজেকে সংবরণ করুন। এই জনসভা থেকে মুকুল রায় আর যে সব আসন তৃণমূলের নয় সেটা জানিয়ে দিলেন। এদিন বারুইপুরের সভামঞ্চে মুকুলের স্লগ ওভারে খেলার বক্তব্য যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।