Rajib Ghosh– অমিত শাহ বাংলার মানুষকে এতোখানি সম্মান দিয়েছেন। আমরা অন্য দল থেকে গিয়েছি তবুও আমাদের এখান থেকে সম্মান দিয়ে নিয়ে গিয়েছেন। এতে আমি অভিভূত। বিজেপিতে যোগদান করার পরে Campaign Calling Media-র সঙ্গে সাক্ষাৎকারে প্রথম প্রতিক্রিয়া দিলেন বৈশালী ডালমিয়া। তিনি জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলায় সার্বিক উন্নয়নের কথা বলেছেন। সেই লক্ষ্যে কাজ করবো আমরা। এর আগে বৈশালী তার নিজের কেন্দ্রে কাজ করতে পারেননি বলে অভিযোগ করেছেন। সেই প্রসঙ্গে এদিন Baishali বলেন, সম্পূর্ণ যে করতে পারিনি তা নয়। তবে অনেক কাজ বাকি আছে। কেন্দ্রীয় সরকার তার নতুন প্রকল্প বাংলার জন্য পরিকল্পনা করেছে। আগামী দিনে সেই কাজ আমরা করতে পারবো আশা রাখি। TMC থেকে তাকে বহিষ্কারের প্রসঙ্গে বৈশালী বলেন, দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে কিছু বলিনি। তবে কাজ করতে গিয়ে জেলা ব্লক স্তরের নেতৃত্বের সাথে যে সমস্যা তৈরি হচ্ছিল সেই বিষয়ে আমি জানিয়েছি। তারপরে তারা যখন প্রকাশ্যে আমার বিরুদ্ধে বললেন তখন তার ব্যাখ্যা আমাকে দিতে হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় কে বিষয়টি জানানোর পর তিনি বলেছিলেন ব্যবস্থা নেবেন। কিন্তু পরে দেখা গেল জেলা নেতৃত্ব একের পর এক আক্রমণ করতে থাকলেন। মানুষের হয়ে বক্তব্য পেশ করতে গিয়ে আমাকে বাধা দেওয়া হতে থাকলো। মুখ্যমন্ত্রীকে জানানোর পরেও কোনো ব্যবস্থা হয়নি বলে অভিযোগ তার। এই প্রসঙ্গে তিনি আরো বলেন, দলের সমস্ত বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখা সম্ভব নয়। একটা সিস্টেম থাকে সেই অনুযায়ী কাজ হয়। বালিতে প্রার্থী করেছিলেন Mamata আমি তার কথামতো সেখানে দাঁড়ালেও ব্লক স্তরের অনেকেই বিষয়টি নিয়ে অভিযোগ করেন। ফলে মমতার সিদ্ধান্ত দলের যারা মানতে পারেন না তারা কিভাবে দলের ভালো চান? প্রশ্ন বৈশালীর। Campaign Calling- কে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, বালি বিধানসভা কেন্দ্রে BJP-র প্রার্থী হলে তিনি জয়ের ব্যাপারে আশাবাদী। কারণ তাকে যখন বহিষ্কার করা হয় এলাকা থেকে অজস্র ফোন কল এসেছিল। তারাই জানায় MLA হিসেবে কেন্দ্রে কি কি কাজ করেছি, আমার বিরুদ্ধে কি কি অভিযোগ করা হয়েছে, সেগুলো সত্যি কিনা, সমস্ত বিষয় নিয়ে একটি পুস্তিকা তৈরি করতে। যাতে সকলে জানতে পারে যে অভিযোগ আমার বিরুদ্ধে করা হচ্ছে তা ঠিক নয়। প্রসঙ্গত, TMC থেকে বহিস্কার করার পরে MLA বৈশালী ডালমিয়া দিল্লিতে গিয়ে অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগদান করেন। সংখ্যালঘু এলাকায় BJP-র সংগঠন সেই অর্থে মজবুত নয়। এই প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে বৈশালী বলেন, বিধায়ক হিসেবে এলাকায় কোনো ভেদাভেদ করিনি। সমস্ত ধর্মের সম্প্রদায়ের মানুষের জন্য কাজ করেছি। এখনো তাই করি। ভবিষ্যতেও সেই ভাবেই কাজ করব। তার কেন্দ্রে বহিরাগত পোস্টারের প্রসঙ্গে বৈশালী বলেন, পশ্চিমবঙ্গের মানুষকেই যদি বহিরাগত বলা হয় তাহলে আর কিছু বলার নেই। অমিত শাহ বাংলার জন্য বিভিন্ন প্রকল্পের পরিকল্পনা তৈরি করে রেখেছেন বলে জানান তিনি। পাশাপাশি রাজ্যে BJP 200-র বেশি আসনে জয়লাভ করবে। কারণ রাজ্যের জনগণ BJP-কে চাইছে। রাজ্যের মানুষ তার নিজের উন্নয়নের জন্য, ভালোভাবে বেঁচে থাকার জন্য বিজেপিকে ক্ষমতায় আনবে বলে দাবি করেন বিজেপি নেত্রী বৈশালী ডালমিয়া।