Rajib Ghosh– নির্বাচন এলে দিল্লি বলবে চা বাগান খুলে দেব। নির্বাচন হয়ে গেলে তারপর সব ভুলে যায়। মিথ্যা প্রতিশ্রুতি দেয়। যেটা বলি সেটা করি। আমাদের সরকার কৃষকের সরকার, মা মাটি মানুষের সরকার। উত্তরবঙ্গের ফালাকাটা থেকে এই বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন আদিবাসীদের একটি গণবিবাহের অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি আদিবাসী শিল্পীদের সঙ্গে নাচে গানে পা মেলান। আদিবাসী দম্পতিদের হাতে শাড়ি ধুতি-পাঞ্জাবি তুলে দেন তিনি। কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে Mamata এদিন বলেন, এতগুলি চা-বাগান বন্ধ। উত্তরবঙ্গের এত MP জিতেছেন। কেউ কিছু করেছেন? BJP শুধু কুৎসা করে। প্রসঙ্গত, TMC লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে কোনো আসন জয়লাভ করতে পারেনি। তারপর থেকে উত্তরবঙ্গের দিকে নজর দিয়েছেন মমতা। আগের দিন তিনি জানান উত্তরবঙ্গে হেরে গিয়েছেন। তবে এবার তাকে পুষিয়ে দেওয়ার আর্জি জানান। আলিপুরদুয়ার, দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলার চা বাগানের 4600 বেশি শ্রমিকের হাতে চা সুন্দরী প্রকল্পের বাড়ি তুলে দেন CM মমতা বন্দ্যোপাধ্যায়। চার দিনের সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে গিয়েছেন। সেখানে তিনি একাধিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন। এর আগের দিন কেন্দ্রের বাজেট প্রসঙ্গে তিনি আক্রমণ করেন। বিধানসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গের TMC-র সাংগঠনিক পরিস্থিতি শক্তিশালী করার লক্ষ্যে একাধিক সিদ্ধান্ত নিয়েছেন মমতা। এখন দেখার বিষয় বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গে তৃণমূলের কিরকম ফলাফল হয়।