Rajib Ghosh– আর কতদিন পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে যুবরাজ দক্ষিণ 24 পরগনা নিয়ন্ত্রণ করবেন। আর করতে পারবেন না। কারণ জনজাগরণ শুরু হয়েছে। বারুইপুরের জনসভার মাঠে তিল ধারণের জায়গা নেই। আজ প্রমাণ হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস আগামী নির্বাচনে পরাজিত হতে চলেছে। বারুইপুরে BJP-র জনসভা থেকে এই ভাবেই বক্তব্য রাখলেন বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। দক্ষিণ 24 পরগনা জেলায় পঞ্চায়েত, পৌরসভা, বিধায়ক, সাংসদ কোথাও বিজেপির প্রতিনিধি নেই। তবুও যে পরিমাণ জনসমাগম বারুইপুরের জনসভায় হয়েছে এটাই প্রমাণ করছে বিধানসভা নির্বাচনে TMC-র পরাজয় হবে মন্তব্য সায়ন্তনের। পশ্চিমবঙ্গে ভাইপোর রাজ শেষ করবো। তালিবানি রাজ শেষ হবে দাবি তার। সায়ন্তন এর কথায়, প্রচুর বিজেপি কর্মীকে হত্যা করা হয়েছে। তাদের উপর অত্যাচার করা হয়েছে। যারা এই ভাবে মনে করছে বিজেপি কে হারাতে পারবেন তারা কখনোই হারাতে পারবেন না। কারণ মানুষের মনের মধ্যে BJP রয়েছে। বিজেপি কাটমানি খায় না, চিটফান্ডের টাকা খায়নি, বারুইপুরে রোহিঙ্গাদের কলোনি বিজেপি তৈরি করেনি, যে লড়াই শুরু হয়েছে সেই লড়াই বাংলা বাঁচানোর লড়াই। পূর্বপুরুষরা বাংলাদেশ থেকে পালিয়ে চলে এসেছিল। কারণ তারা হিন্দু ছিল বলে সেখানে তারা থাকতে পারেনি। এটাকে পশ্চিম বাংলাদেশ করতে চায় না। এখানে যারা আছেন তারা সকলেই থাকবেন। তারা ভারতের নাগরিক। নরেন্দ্র মোদির সরকার সবকা সাথ সবকা বিকাশ দিয়েছেন। হিন্দুর জন্য যা যা করেছেন মুসলমানদের জন্য ঠিক তাই করেছেন। এরপর এই রাজ্যে পরিবর্তনের দাবি করেন সায়ন্তন বসু।