Rajib Ghosh– সামনেই বিধানসভা নির্বাচন। নিয়ম করে রাজ্যে আসতে শুরু করেছেন নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডা সহ বিজেপির শীর্ষ নেতৃত্ব। জানা গিয়েছে আগামী 8 এবং 9 ফেব্রুয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুদিনের রাজ্য সফরে আসছেন। এর আগে 30 ও 31 শে জানুয়ারি রাজ্যে তার নির্ধারিত কর্মসূচি থাকলেও দিল্লিতে ইজরায়েলের দূতাবাসের সামনে বিস্ফোরণের ঘটনার জন্য তার সফর বাতিল হয়ে যায়। তারপর হাওড়া ডুমুরজলা স্টেডিয়ামে BJP-র কর্মসূচিতে তিনি ভার্চুয়ালি বক্তব্য রাখেন। সেই বক্তব্যে রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আক্রমণ করেন তিনি। বিধানসভা নির্বাচনে রাজ্যে পরিবর্তনের ডাক দেন। ঠাকুরনগরে তার নির্ধারিত কর্মসূচি ছিল। তার সফর স্থগিত হওয়ার কারণে সেখানে বিক্ষোভ শুরু হয়। তখন অমিত শাহ মঞ্চ খুলতে নিষেধ করেন। সেখানে তিনি সভা করবেন বলে জানান। এছাড়াও 7 ফেব্রুয়ারি রাজ্যে আসছেন PM নরেন্দ্র মোদি। তিনি হলদিয়ায় একাধিক প্রকল্পের সূচনা করবেন। 6 ফেব্রুয়ারি রাজ্যে আসছেন BJP-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। তিনি মালদা থেকে উত্তরবঙ্গ রথ যাত্রার সূচনা করবেন। ফের তিনি 10 ফেব্রুয়ারি রাজ্যে আসবেন এবং রথ যাত্রার উদ্বোধন করবেন। ফলে ফেব্রুয়ারি মাসে রাজ্যে নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং জে পি নাড্ডার পরপর কর্মসূচি রয়েছে।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.