Rajib Ghosh– কেন্দ্রীয় সাধারণ বাজেট 100% দিশাহীন। রেল, বিমানবন্দর, নৌবন্দর বিক্রি করে দিয়েছে। বাজেটের আসল লক্ষ্য দেশকে বিক্রি করা। দেশের প্রথম কাগজ মুক্ত বাজেট 100% দিশাহীন। বাজেট নিয়ে মন্তব্য করলেন TMC-র মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন। তার কথায়, এই বাজেট ধনী কে আরো ধনী তৈরি করবে গরীবকে আরো গরীব করবে। মধ্যবিত্তরা কিচ্ছু পায়নি। রাজ্যে 2011 সালে 39,705 কিলোমিটার রাস্তা ছিল। 2011 থেকে 2020 পর্যন্ত 88 হাজার 841 কিলোমিটার রাস্তা তৈরি করা হয়েছে। যেটা দেশের মধ্যে সর্বোচ্চ। এরপরে ডেরেক ও’ব্রায়েন রাজ্য সরকারের রাস্তা তৈরির পরিসংখ্যান তুলে ধরেন। Congress-এর পক্ষ থেকে এই বাজেট নিয়ে আনন্দ শর্মা টুইটারে বলেন, দেশের সাহসী বাজেট প্রয়োজন ছিল। অর্থনৈতিকভাবে দুর্বল মানুষের কাছে সরাসরি টাকা তুলে দেওয়ার প্রস্তাব দেওয়া উচিত ছিল। তাতে চাহিদা এবং কর্মসংস্থান বৃদ্ধির সুযোগ ছিল। কেন্দ্রীয় অর্থমন্ত্রী সাহসী হতে পারতেন। বাজেট হতাশাজনক। বাজেট প্রসঙ্গে Cong.Spokesperson মণীশ তিওয়ারি বলেন, বাজেট দিশাহীন। শুধু সরকারি সম্পত্তি বিক্রির পরিকল্পনা রয়েছে। সাধারণভাবে কেন্দ্রীয় বাজেট এর সমালোচনা করেছেন তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস।