Rajib Ghosh– সবে যোগ দিয়েছেন বিজেপিতে। এর মধ্যেই তাকে গুরুত্ব দেওয়ার বিষয়ে বুঝিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার দিল্লিতে রাজ্য BJP-র নেতাদের বৈঠকে ডেকেছেন অমিত শাহ। তার বাসভবনে হবে এই বৈঠক। সেই বৈঠকে ডাক পেয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে এই বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ, সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী, কেন্দ্রীয় নেতা শিবপ্রকাশ, কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায় এবং শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে দলের কৌশল পরিকল্পনা নিয়ে রাজ্য নেতৃত্বের সঙ্গে আলোচনা হবে এই বৈঠকে। ইতিমধ্যেই দলের 7 কেন্দ্রীয় পর্যবেক্ষক দলীয় সংগঠন এবং মানুষের বক্তব্য নিয়ে সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কাছে বিস্তারিত রিপোর্ট জমা দিয়েছেন। রাজ্যের প্রতিটি জেলার দায়িত্বে যারা রয়েছেন তারা প্রত্যেকেই রিপোর্ট জমা দিয়েছেন। এছাড়াও Amit Shah কবে আসবেন কোথায় তার সভা হতে পারে সেই সমস্ত বিষয়ে বৈঠকে আলোচনা হতে পারে বলে জানা গিয়েছে। এর আগে দিল্লিতে অমিত শাহের বাসভবনে রাজ্য নেতাদের নিয়ে বৈঠক হয়েছিল। সেই বৈঠকে দিলীপ, মুকুল, কৈলাস, শিবপ্রকাশরা উপস্থিত থাকলেও শুভেন্দু অধিকারী ডাক পাননি। তিনি দলের কোনো গুরুত্বপূর্ণ পদে না থাকলেও তাকে দলীয় বৈঠকে রাখার সিদ্ধান্ত হয়। তার পরেই তাকে কলকাতায় BJP-র বৈঠকে ডাকা হয়। এরপর এদিন তিনি দিল্লির বৈঠকেও ডাক পেয়েছেন। সেখানে Rajib Bandyopadhyay বিজেপিতে সবে যোগদান করেছেন। মঙ্গলবার দলীয় বৈঠকে দিল্লিতে রাজ্য নেতাদের সঙ্গে তাকে ডাকা হয়েছে। ফলে রাজীবকে Amit Shah গুরুত্ব দিচ্ছেন বলেই মনে করা হচ্ছে।