Rajib Ghosh– অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। তার কাছে আমরা জানতে চেয়েছিলাম দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি কি? ইজরায়েলের দূতাবাসের সামনে কেন বিস্ফোরণ হয়? কৃষকদের সঙ্গে কোনো রকম সমঝোতা হয়েছে কিনা সেই বিষয়ে জানতে চেয়েছিলাম। কিন্তু সেইসব প্রসঙ্গে না গিয়ে তিনি ভাইপো প্রসঙ্গ তুলে এনেছেন। এদিন অমিত শাহের বক্তব্য প্রসঙ্গে এই মন্তব্য করলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তিনি বলেন, যদি ভাইপো মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় হয় তাহলে তার বিরুদ্ধে একটি প্রমাণ দিতে পারেননি অথচ একজন মন্ত্রী হয়ে তিনি দিনের-পর-দিন ভিত্তিহীন কথা বলে যাচ্ছেন। অমিত শাহ কে চ্যালেঞ্জ দিচ্ছি আগে অভিষেকের বিরুদ্ধে প্রমাণ পেশ করুন। আয়ুষ্মান প্রকল্প মানা হবে না কারণ তাতে রাজ্য সরকারকে 40% টাকা দিতে হয় মন্তব্য সৌগত রায়ের। প্রশাসনিক বিষয়ে কিভাবে তারা জনসভায় বলেন বোঝা যায় না। এই রাজ্যের মানুষ মোদি এবং শাহকে প্রত্যাখ্যান করবেন দাবি সৌগতর। এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সৌগত রায় আরো বলেন, রাজীব হচ্ছে ফেকু লোভী। যখন মন্ত্রী হিসেবে সুবিধা ভোগ করেছেন তখন এগুলো মনে হয়নি। ওকে আমরা উপেক্ষা করছি। ওর কোনো গুরুত্ব নেই। প্রসঙ্গত, এদিন ডুমুরজলা স্টেডিয়াম থেকে রাজীব বন্দ্যোপাধ্যায় বাংলায় BJP ক্ষমতায় আসবে বলে মন্তব্য করেন। সেই প্রসঙ্গে TMC MP সৌগত রায় তাকে ডোমজুড়ে দাঁড়ানোর কথা বলেন। সংখ্যালঘুরা তৃণমূলের সঙ্গে আছে বলেই মন্তব্য তার।