Rajib Ghosh– আগামী দিন তৃণমূলকে উপড়ে ফেলে বিজেপির সরকার প্রতিষ্ঠিত হবে বাংলায়। জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন তিনি হাওড়া ডুমুরজলা স্টেডিয়ামে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তৃতা দেন। তার এখানে আসার কথা থাকলেও দিল্লিতে বিস্ফোরণের ঘটনার কারণে সফর বাতিল হয়। তারপরে TMC ত্যাগী রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশালী ডালমিয়া, রথীন চক্রবর্তী, প্রবীর ঘোষাল এবং পার্থসারথি চট্টোপাধ্যায় দিল্লিতে গিয়ে অমিত শাহের হাত ধরে গেরুয়া শিবিরে যোগদান করেন। ডুমুরজলা স্টেডিয়ামে BJP-র দলীয় কর্মসূচি পূর্ব নির্ধারিত ছিল। সেই সভায় উপস্থিত থাকতে না পারলেও ভার্চুয়ালি বক্তৃতা দিয়েছেন অমিত শাহ। সেখানে তিনি রাজ্যের TMC সরকার কে আক্রমণ করে বলেন, দলে দলে মানুষ তৃণমূল ছেড়ে চলে আসছেন। আজ মা-মাটি-মানুষের স্লোগান দেওয়া পার্টি তোলাবাজি তুষ্টিকরণ চালু করেছে। কেন্দ্রের প্রকল্প বাংলার মানুষ পাননি কারণ নরেন্দ্র মোদির বিরুদ্ধে শুধু রাজনীতি করবেন বলে। কমিউনিস্টরা যে বাংলার সর্বনাশ করেছিল তাকে আরও এগিয়ে নিয়ে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। পাশাপাশি তিনি রাজ্যে আসতে না পারার জন্য ক্ষমা চান। ভার্চুয়ালি বক্তব্যে Amit Shah রাজ্যের সরকারকে তানাশাহি চালু করেছে বলে অভিযোগ করেন। অমিতের বক্তব্য, রামকৃষ্ণ, বিবেকানন্দ, রবীন্দ্রনাথের বাংলাকে রক্তরঞ্জিত করেছেন মমতা। রাজ্যে দুর্নীতির আঁতুড়ঘর তৈরি হয়েছে। বাংলায় BJP সরকার ক্ষমতায় এসে কর্মসংস্থান, মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করবে। প্রথম ক্যাবিনেটে মোদির সমস্ত প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। এদিন তিনি আরো বলেন, রাজীব বন্দ্যোপাধ্যায় এর নেতৃত্বে নেতারা যোগ দিয়েছেন। তাদের শুভকামনা জানাই। মোদিজীর নেতৃত্বে সোনার বাংলা গড়ার স্বপ্ন পূরণ হবে। গর্বের বাংলা গড়ে উঠবে। রাজ্যের CM এবং TMC নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বলেন, দিদি একসময় দেখবেন আপনি একাই দাঁড়িয়ে আছেন। এদিন ভার্চুয়ালি বক্তব্যে অমিত শাহ একদিকে যেরকম ভাবে তৃণমূলের সরকারকে আক্রমণ করেছেন পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে একাই দাঁড়িয়ে থাকার বার্তা দিয়েছেন। কারণ তৃণমূল কংগ্রেস থেকে দলে দলে সাংসদ বিধায়ক নেতারা BJP-তে গিয়ে যোগদান করছেন। বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস সাংগঠনিকভাবে যথেষ্ট সমস্যার মধ্যে পড়েছে। এদিনের বক্তব্যে সেই বিষয়টি তুলে ধরেছেন অমিত শাহ।