Rajib Ghosh– বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে আর কাউকে যোগদান করানো হবে না। জানালেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়। ইতিমধ্যেই রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশালী ডালমিয়া, প্রবীর ঘোষাল, রথীন চক্রবর্তী এবং পার্থসারথি চট্টোপাধ্যায় রা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরে BJP-তে যোগদান করেছেন। ডুমুরজলা স্টেডিয়ামে ব্লক স্তরের অনেকেই এদিনের যোগদান কর্মসূচিতে বিজেপিতে আসতে পারেন বলে জানা গিয়েছে। BJP-তে যোগদান করার পর রাজীবসহ পাঁচজন ডুমুরজলা স্টেডিয়ামে দলীয় কর্মসূচিতে থাকবেন। তবে বিজেপির পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে নির্বাচনের আগে আর কাউকে দলে যোগদান করানো হবে না। TMC থেকে একাধিক MP,MLA, নেতা BJP-তে যোগদান করছেন। অনেকক্ষেত্রে দল বুঝতে পেরেছে এর ফলে বিজেপির নিচুতলার কর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে। ফলে নির্বাচনের আগে যেটা দলের সমস্যা তৈরি করতে পারে। এছাড়াও জানা গিয়েছে কিছুদিনের মধ্যেই বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ও প্রকাশ করতে পারে কমিশন। নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গেলে তখন দলকে প্রার্থী তালিকা তৈরি এবং দলীয় ইশতেহার প্রকাশের কাজেই গুরুত্ব দিতে হবে। ফলে যোগদান কর্মসূচি আর করা সম্ভব হবে না বলেই জানা যাচ্ছে। রাজীব সহ 5 জনের BJP-তে যোগদানের পরেও জল্পনা শুরু হয়েছিল আরো অনেকেই বিজেপিতে আসতে পারেন। সেই বিষয়ে দলের পক্ষ থেকে মাঝেমধ্যেই রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন আরও অনেক চমক অপেক্ষা করছে। যখনই এরকম প্রোগ্রাম হবে তখন চমক থাকবে বলে জানান তিনি। ফলে TMC থেকে আরো কোন কোন নেতারা BJP-তে যোগ দিতে পারেন সেই নিয়ে চর্চা শুরু হয়েছিল। কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়র এই ঘোষণার মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে গেল নির্বাচনের আগে আর বিজেপি কাউকে দলে যোগদান করাতে চাইছে না।