Rajib Ghosh– রাজীব বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিরুদ্ধে সার্বিক ব্যর্থতার প্রসঙ্গ তুলে ধরেন। Facebook লাইভে তিনি বলেন, রাজ্যে শিল্প নেই, কর্মসংস্থান নেই। সরকারি চাকরি না হলেও কর্মসংস্থানের পরিবেশ থাকলে বেকার যুবক যুবতীরা তাদের কাজ জোগাড় করতে পারতেন। অনেক মানুষের মুখে হাসি ফুটত। সেই পরিবেশ রাজ্যে তৈরি হয়নি। দলীয় নেতৃত্বের বিরুদ্ধে বিভিন্ন বিষয় নিয়ে একাধিকবার অভিযোগ করেছেন Rajib তার কথায়, মানুষের সাথেই রাজনীতি করছি। BJP-তে যোগদান করলে তারপর থেকে মানুষের স্বার্থেই কাজ করব। এদিন তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনে বৈঠক করেন। সেখানে অমিতকে বলেন, রাজ্য শিল্প নেই, কর্মসংস্থান নেই। বাংলার জন্য স্পেশাল প্যাকেজ এর দাবি জানান Rajib তখন Amit Shah বলেছেন বাংলার সার্বিক উন্নয়নের কাজ করা হবে। বাংলায় বড় লক্ষ্য নিয়ে নামবেন জানান রাজীব বন্দ্যোপাধ্যায়। এদিন রাজীব, বৈশালী, প্রবীর, রথীন এবং পার্থ সারথি কে গেরুয়া উত্তরীয় পরিয়ে BJP-তে যোগদান করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার ডুমুরজলা স্টেডিয়ামে দলীয় কর্মসূচিতে তারা থাকতে পারেন বলে জানা গিয়েছে। সেখানে ব্লক স্তরের অনেকেই বিজেপিতে যোগদান করবেন।