Rajib Ghosh– রাজ্য সরকার পুরসভার নির্বাচন করানোর জন্য প্রস্তুত। আদালত যেভাবে বলবে সেভাবেই হবে। কিন্তু 10 দিনের মধ্যে পুর নির্বাচন সম্ভব নয়। কারণ বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হতে পারে। এই কথা বললেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। এদিন সাংবাদিক বৈঠকে সুব্রত বলেন, কেন্দ্রীয় সরকার মতুয়াদের হতাশ করেছে। নাগরিকত্ব নিয়ে যেটা করার ছিল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ করেননি। বাংলার মতুয়ারা নাগরিক। তারা নাগরিক নয় বলে নির্বাচনে ভোট চাওয়া হয়েছিল কেন? নাগরিক না হলে তাদের কেন পাট্টা দেওয়া হবে? মতুয়া উন্নয়ন বোর্ডকে তহবিল বরাদ্দ করা হয়েছে। তারা এদেশের নাগরিক। কেউ নাগরিকত্ব নিয়ে প্রশ্ন করতে পারেন না। CAA নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী Amit Shah-র উদ্দেশ্যে এই অভিযোগ করেন তিনি। প্রসঙ্গত, 30 ও 31 শে জানুয়ারি অমিত শাহের রাজ্য সফরে এসে ঠাকুরনগরে সভা করার কথা ছিল। কিন্তু তার রাজ্য সফর বাতিল হওয়ায় সেই সভা করা যায়নি। তারপরে সেখানে বিক্ষোভ হয়।Amit Shah তারপরে জানান আগামী সপ্তাহের মধ্যে ঠাকুরনগরে তিনি সভা করবেন। এদিন Subrata Mukhopadhyay নেতাদের দলত‍্যাগের বিষয়ে বলেন, কয়েকজন বেরিয়ে গেলে TMC-র ক্ষতি হলো সেটা নয়। দুয়ারে সরকার কর্মসূচি মমতার প্রতি আস্থাশীল করেছে। অন্যান্য রাজনৈতিক দল থেকে অনেকেই বেরিয়ে গিয়েছেন। তাদের দল কি উঠে গেছে? তবে এদিন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন।