Rajib Ghosh– বাতিল হয়েছে আমিত শাহ এর রাজ্য সফর। 30 ও 31 শে জানুয়ারি তিনি আসতে পারছেন না। দিল্লিতে বিস্ফোরণ ঘটার কারণেই তার এই সিদ্ধান্ত। তবে রাজ্যের BJP-র পক্ষের খবর স্বরাষ্ট্রমন্ত্রী Amit Shah আগামী সপ্তাহেই রাজ্যে আসছেন বলে জানান তিনি। 30 ও 31 জানুয়ারির সফরে আসতে না পারার কারণে ঠাকুরনগরে তার নির্ধারিত কর্মসূচি বাতিল হয়। সেখানে বিক্ষোভ ছড়ায়। সেই বিক্ষোভ প্রশমন করতে সেখানে উপস্থিত হন কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়। বনগাঁর BJP MP শান্তনু ঠাকুর এর সঙ্গে আলোচনা চলে তাদের। সেই সময়ে অমিত শাহ ফোন করেন। তখন তিনি ঠাকুরনগরের মঞ্চ না খোলার নির্দেশ দেন এবং আগামী সপ্তাহে তিনি আসবেন বলে জানান। ঠাকুরনগরের বিক্ষোভকারীদের উদ্দেশ্যে অমিত শাহ তার ফোন লাউডস্পিকারে দিতে বলেন। সেখানে বলেন, আগামী সপ্তাহেই ঠাকুরনগর যাব। মঞ্চ খুলতে বারণ করেছি। আগামী সপ্তাহের যেকোনো দিন তিনি আসতে পারেন। তবে আসার আগে জানাবেন বলে জানিয়েছেন। ইতিমধ্যেই CAA পাশ হয়ে গেলেও মতুয়ারা নাগরিকত্ব না পাওয়ায় ক্ষোভ তৈরি হয়েছে। সেই প্রসঙ্গে Amit Shah এর আগে জানান, কেন্দ্র কিছুদিন পরেই নাগরিকত্ব নিয়ে পদক্ষেপ করবে। তার সেই কথা 30 শে জানুয়ারি অমিত শাহ ঠাকুরনগরের সভা থেকে জানাবেন বলেই পরিকল্পনা হয়। অমিত না আসার ফলে তাই বিক্ষোভ তৈরি হয়। বনগাঁর MP শান্তনু ঠাকুর CAA নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে সেখানকার মতুয়াদের ক্ষোভের বিষয়ে আলোচনা করেছেন। অমিতের এই নির্ধারিত সফরে ঠাকুরনগরের কর্মসূচি ছিল।Amit এবার না আসতে পারলেও তিনি নিজেই জানান আগামী সপ্তাহে যেকোনো দিন তিনি আসছেন।