Rajib Ghosh– কেন্দ্রকে বাদ দিয়ে রাজ্যের উন্নতি করা যায় না। বাংলার মানুষের উন্নয়ন, কর্মসংস্থান, খেটে খাওয়া মানুষের জন্য কিছু করা, সার্বিকভাবে সবার কল্যাণ করাই আমার লক্ষ্য। আমি তার কাছে রাজ্যের দাবি জানাবো। উনি আমার সঙ্গে সহমত পোষন করলে আমি সিদ্ধান্ত নেব দলে যোগ দেবো কিনা। দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে BJP-তে যোগ দেওয়ার আগে এই কথা জানালেন প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, এদিন তারা দিল্লিতে যাওয়ার জন্য রওনা দেন। রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশালী ডালমিয়া, রথীন চক্রবর্তী, প্রবীর ঘোষালরা দিল্লিতে গিয়ে অমিত শাহ এর উপস্থিতিতে BJP-তে যোগদান করতে চান। তার আগে নিজের বক্তব্য জানান। Rajib বলেন, MLA বা Minister হয়ে জন্মাই নি। বিধায়ক বা মন্ত্রী হয়ে মরব না। মানুষের স্বার্থে কাজ করতে চাই। যদি আজ যোগদান করি আগামীকাল থেকে মানুষের স্বার্থে রাস্তায় নামবো। উত্তরপাড়ার MLA প্রবীর ঘোষাল জানান, কেন্দ্র-রাজ্যে এক দল সরকারে থাকলে ভালো কাজ হয়। সকলের পরামর্শের পর TMC থেকে BJP-তে যোগদান করছি। আশাকরছি উন্নয়ন হবে। রাজ্যের মানুষ পরিবর্তন চাইছেন। বিজেপি ক্ষমতায় আসবে। এর আগেও প্রবীর ঘোষাল দলীয় নেতৃত্বের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছেন। তিনি হুগলি জেলায় তৃণমূল ভালো ফল করতে পারেনি বলে দলের ভিতরের সমস্যা তুলে ধরার চেষ্টা করেছেন বলে জানান। ভালো মানুষরা তৃণমূলে থাকতে পারবে না একথা বলেছেন। তবে তিনি ব্যথা নিয়ে দিল্লি যাচ্ছেন বলে জানান। মমতা বন্দ্যোপাধ্যায় তাকে একটা ফোন করেননি বলে তার অভিযোগ। বহিষ্কৃত MLA বৈশালী ডালমিয়া বলেন, আশা নিয়ে রাজনীতিতে এসেছি। মাঝখানের সময়ে সমস্যা হচ্ছিল। তবে এখন আশা করি প্রধানমন্ত্রী নরেন্দ্র নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর নেতৃত্বে সমস্ত কাজ করতে পারবো। বিধানসভা নির্বাচনে সারা বাংলাতেই পদ্মফুল ফুটবে বলে দাবি বৈশালীর। বৈশালী ডালমিয়া ও দলের বিরুদ্ধে একাধিক বার অভিযোগ করেন। দলীয় নেতৃত্বকে জানিয়েও কোনো কাজ হচ্ছে না বলে জানান তিনি। প্রকাশ্যেই কথা বলার জন্য TMC তাকে দল থেকে বহিষ্কার করে। তার পরেই তিনি BJP-তে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন।