Rajib Ghosh– কিছুদিন আগে BJP নেতা শুভেন্দু অধিকারী কে আইনি নোটিশ দিয়েছেন যুব TMC সভাপতি এবং MP অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় কে আইনি চিঠি ধরালেন বিজেপি নেতা Suvendu Adhikari দক্ষিণ 24 পরগনার কুলতলী তে এক জনসভায় Abhisek দাবি করেন, সারদা-কর্তার কাছ থেকে শুভেন্দু দফায় দফায় টাকা নিয়েছেন। সুদীপ্ত ফেরার হন যেদিন তার আগেও শুভেন্দু টাকা নিয়েছেন বলে তার দাবি। অভিষেক আরো বলেন, প্রমাণ দিচ্ছি। তুই প্রমাণ দে। আমি মৃত্যুবরণ করবো। তুই কি করবি? দুর্নীতির অভিযোগ নিয়ে শুভেন্দু অভিষেক একে অপরের বিরুদ্ধে আক্রমণ করেন। BJP-তে যোগ দেওয়ার পর থেকেই শুভেন্দু অধিকারী অভিযোগ করছেন অভিষেক এর বিরুদ্ধে। অভিষেক শুভেন্দু কে ঘুষখোর বিশ্বাসঘাতক বলেছেন। এবার শুভেন্দু আইনি চিঠি দিয়েছেন অভিষেককে। সেই চিঠিতে শুভেন্দুর আইনজীবী জানান, জেলে সুদীপ্ত সেনকে প্রভাবিত করে চিঠি লেখা সহজ। বিচারাধীন বিষয় হিসেবে কি করে আদালতের বাইরে আলোচনা হতে পারে। ওই চিঠিতে শুভেন্দু আরো মনে করিয়ে দিয়েছেন আত্মহত্যার চেষ্টা দণ্ডনীয়। দেশের আইন অনুসারে আত্মহত্যা অপরাধ। আইন প্রনেতা হয়ে আইন জানা উচিত।