Rajib Ghosh– এতদিন তৃণমূল বিজেপির কর্মীদের নেতাদের উপরে হামলা করেছে। আমাদের উপরে একাধিকবার হামলা হয়েছে। এসব করে দেখলো কিছুই হবে না। এবার TMC থেকে যারা BJP-তে যোগদান করছে তাদের উপরে আক্রমণ করছে। তাদেরকে ধমকে চমকে ধরে রাখার চেষ্টা করছে। তবে এর মধ্যে থেকে অনেকেই BJP-তে যোগ দিচ্ছেন। সাহস করে এগিয়ে আসছেন। BJP নেতা শুভেন্দু অধিকারীর উপরে আক্রমণের প্রসঙ্গে এই কথা বললেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। প্রসঙ্গত, কেষ্টপুরে দলীয় সভা করতে যাওয়ার পথে শুভেন্দু অধিকারীর গাড়ির উপরে হামলা হয় এবং তাকে কালো পতাকা দেখায় TMC কর্মীরা। সাংবাদিকদের উদ্দেশ্যে Dilip Ghosh বলেন, ওরা দীর্ঘদিন ধরেই হুমকি দিচ্ছে। TMC চলে যাবে। তাই তাদের নেতারা এখন বিভিন্ন সভা থেকে ঠ্যাং ভেঙে দেবেন, পগার পার করে দেবেন এই ধরনের হুমকি দিচ্ছেন। ওরা ভয় পেয়েছে। তবে এবার খেলব আমরা। এমন খেলব ওরা স্টেডিয়ামে বসে বসে শুধু দেখবে। বীরভূমের TMC জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের হুমকি প্রসঙ্গে স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই বলেন দিলীপ। রবীন্দ্রনাথ ভট্টাচার্যের ছেলে তুষার কান্তির BJP-তে যোগদান প্রসঙ্গে তাঁর বক্তব্য, যারা মমতার সঙ্গে ছিলেন তারাই চলে আসছেন BJP-তে। 15 ই ফেব্রুয়ারীর পর TMC-র কি পরিস্থিতি হয় দেখুন। দলটাই থাকবে না। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসবে বলে দাবি করলেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.