Rajib Ghosh– বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। এদিন তার বুকে ব্যথা হয়। তার পরেই তাকে গ্রিন করিডর করে বাইপাসের অ্যাপোলো হাসপাতালে নিয়ে আসা হয়। তার শারীরিক পরীক্ষা করা হয়েছে। তারমধ্যে ইকোকার্ডিওগ্রাম এবং ইসিজি রিপোর্ট এর সমস্যা ধরা পড়ে। সৌরভ গঙ্গোপাধ্যায় কে অ্যাপোলোতে 4 জন চিকিৎসক দেখছেন। সৌরভ গঙ্গোপাধ্যায় কেমন আছেন তা জানার জন্য বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় কে ফোন করে খোঁজ নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন বলে জানা গিয়েছে। আগামীকাল বৃহস্পতিবার তার অ্যাঞ্জিওগ্রাম করা হবে। তবে চিকিৎসকরা জানিয়েছেন সৌরভকে নিয়ে চিন্তার কোনো কারণ নেই। এর আগে অসুস্থ হয়ে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি হন সৌরভ। তার হার্টে ব্লকেজ ধরা পড়লে একটি স্টেন্ট বসানো হয়। ফের কুড়ি দিনের মাথায় অসুস্থ হয়ে অ্যাপোলো হাসপাতালে ভর্তি হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।