Rajib Ghosh– হট সিট নন্দীগ্রাম। রাজ্যের নজর এই কেন্দ্রের দিকে। তেখালির সভা থেকে মুখ্যমন্ত্রী এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন নন্দীগ্রামে এবার তিনি প্রার্থী হবেন। BJP নেতা শুভেন্দু অধিকারী জানান, দুই জায়গায় নয় এক জায়গায় দাঁড়াতে হবে। মাননীয়া নন্দীগ্রামেই দাঁড়ান। হাফ লাখ ভোটে হারাবো। না হলে রাজনীতি ছেড়ে দেব। শুধু তাই নয়, শুভেন্দুর কথায়, মাননীয়া নন্দীগ্রামে 62 হাজারের ভরসায় দাঁড়ানোর কথা বলেছেন। কিন্তু 62 হাজার এর উল্টো দিকে 2 লক্ষ 13 হাজার রয়েছে যারা জয় শ্রীরাম বলেন। এর থেকে স্পষ্ট হয়ে গিয়েছে BJP যেভাবে হিন্দু ভোট মেরুকরণের চেষ্টা করছেন সেটা আটকানোর জন্যই এবার Mamata-র হয়ে পঞ্চায়েত মন্ত্রী Subrata Mukhopadhyay নন্দীগ্রামে যাচ্ছেন। 1 ফেব্রুয়ারি থেকে নন্দীগ্রামে তিনদিন থাকবেন সুব্রত মুখোপাধ্যায়। সেখানে সমস্ত ব্লকে গিয়ে কর্মীদের সঙ্গে কথা বলবেন বলে জানা গিয়েছে। একডালিয়া এভারগ্রীনে জাঁকজমক করে দুর্গাপুজো করেন সুব্রত মুখোপাধ্যায়। Subhendu-র হিন্দু ভোট মেরুকরণের চেষ্টাকে রুখে দেওয়ার জন্য তাকে Nandigram-এ জমি বুঝতে পাঠাচ্ছেন TMC Leader and CM Mamata Bandyopadhyay যদিও প্রত্যেকটি রাজনৈতিক দলের মধ্যেই কেন্দ্রওয়াড়ি সমীক্ষা চালানো হয়। দীর্ঘদিন ধরে সংসদীয় রাজনীতিতে রয়েছেন Subrata Mukhopadhyay তাই তার অভিজ্ঞতা রয়েছে যথেষ্ট। সেই কারণে নন্দীগ্রামের পরিস্থিতি বুঝতে যাচ্ছেন এবার সুব্রত। তবে নন্দীগ্রামে প্রার্থী ঘোষণার সঙ্গে Mamata বলেছেন, 294 টি আসন দেখতে হবে। তাই আপনারাই এখানে দেখে নেবেন। তারপর সুব্রত কে নন্দীগ্রামে যাওয়ার মধ্যে দিয়ে স্পষ্ট হচ্ছে স্থানীয় নেতা-কর্মীরা আবু সুফিয়ান, আবু তাহের দের উপর পুরো ভরসা করা যাচ্ছে না। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। এখন দেখার বিষয়, বিধানসভা নির্বাচনে Nandigram কেন্দ্রের ফলাফল কি হয়।