Rajib Ghosh– ফের কি ধাক্কা লাগতে পারে তৃণমূলে? রাজ্য রাজনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে উঠেছে এটাই। বিধানসভা নির্বাচনের আগে প্রায় প্রতিদিনই TMC-তে ভাঙ্গন দেখা যাচ্ছে। দলের বিধায়ক, সাংসদ, নেতারা অসন্তোষ প্রকাশ করছেন। দলীয় নেতৃত্ব ড্যামেজ কন্ট্রোল এর চেষ্টা করছেন। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে কিছুদিন পরে সেই সমস্ত MLA, MP, নেতারা গেরুয়া শিবিরে যোগদান করছেন। নির্বাচনের আগে যেটা TMC-র সবচেয়ে বড় সমস্যার কারণ। ইতিমধ্যে রাজ্যের দুই মন্ত্রী পদত্যাগ করেছেন। রাজীব বন্দ্যোপাধ্যায় এবং লক্ষ্মীরতন শুক্ল ইস্তফা দিয়েছেন। MLA বৈশালী ডালমিয়া কে TMC বহিষ্কার করেছে। উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষাল সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছেন। এরকম পরিস্থিতিতে 29 তারিখে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সমস্ত বিধায়ক এবং সাংসদদের বৈঠকে ডেকেছেন। সেই বৈঠকে কি আলোচনা হতে পারে সে বিষয়ে কিছু জানা যায়নি। 30 তারিখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্য সফরে আসছেন। এর আগে অধিকাংশ সময়ই তিনি রাজ্যে দলীয় কর্মসূচিতে এলে TMC MLA, MP, নেতারা BJP-তে তার উপস্থিতিতে যোগদান করেছেন। এবার তার সফরকে ঘিরে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। তৃণমূলের কোন কোন MLA, MP, Leader-রা গেরুয়া শিবিরে যেতে পারেন সেটা নিয়েই জোরালো আলোচনা চলছে। BJP সূত্রের খবর, TMC-র 4 জন MLA যোগদান করতে পারেন। তার মধ্যে দক্ষিণ 24 পরগনার এক MLA রয়েছেন। এছাড়া তিনজন TMC MP BJP-তে যোগ দেয়ার আগ্রহ প্রকাশ করেছেন। Mamata Bandyopadhyay একাধিক সভা থেকে দলের বিধায়ক সাংসদ নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন,, যারা চলে যেতে চান তারা এক্ষুনি যান। TMC-তে যারা স্বার্থ ত্যাগ করে দলের কাজ করছেন তারাই সম্পদ। মমতার ডাকা বৈঠক প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি এবং MP অধীর চৌধুরী বলেন, অমিত শাহ আসছেন। তার আগেই হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় রোল কল করছেন। কোন MLA, MP-রা দলের মধ্যে আছেন সেটা জেনে নিতে চাইছেন। BJP নেতা শুভেন্দু অধিকারী বিভিন্ন সভা থেকে TMC-তে যে আরো ধাক্কা লাগতে পারে সেই বিষয়ে স্পষ্ট ভাষায় জানান। সে ক্ষেত্রে তিনি 16 ই ফেব্রুয়ারির পর থেকে তৃণমূলে আরো ভাঙ্গন হবে বলে মন্তব্য করেছেন। সূত্রের খবর অনুযায়ী, 16 ফেব্রুয়ারি বা তার কাছাকাছি কোনো তারিখে নির্বাচন কমিশন দিনক্ষণ ঘোষণা করতে পারে। যদিও সেটা স্পষ্ট নয়। তবুও যদি তখন EC দিন ঘোষণা করে ফলে রাজ্যের পুলিশ প্রশাসন কমিশনের নিয়ন্ত্রণে চলে যাবে। সেই সময় আর পুলিশের ভয় দেখিয়ে তৃণমূলে কাউকে রাখা যাবে না। তাই Subhendu এই দিনের কথা ঘোষণা করেছেন বলেই মনে করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় 29 তারিখের বৈঠকে TMC-র সমস্ত MLA এবং MP-দের উপস্থিত থাকার জন্য বলেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ‍্যে আসার আগের দিনে TMC নেত্রী এবং CM মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বৈঠক ডাকা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।