Rajib Ghosh– নেতাজি সুভাষচন্দ্র বসুকে শুধু দেশ নয়, সারা বিশ্ব চেনে। নেতাজির জন্ম জয়ন্তী অনুষ্ঠানের গরিমা ছিল। সেই অনুষ্ঠানে বক্তব্য না রেখে নেতাজি কে অপমান করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ভাষাতেই আক্রমণ করলেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়। তিনি এদিন সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, Mamata জেনে-বুঝেই 30 শতাংশ ভোটার কে খুশি করতেই এই অপমান করেছেন। কৈলাসের কথায়, জয় শ্রী রাম বলায় কি অপমান হয়? এটা একটি অভিবাদন সূচক শব্দ বন্ধ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় তথ্য ও সংস্কৃতিমন্ত্রী প্রহ্লাদ প্যাটেলকেও জয় শ্রীরাম ধ্বনি দেওয়া হয়। জয় শ্রীরাম বললে, ভারত মাতা কি জয় বললে কি অপমান করা হয়? প্রশ্ন কৈলাসের। প্রসঙ্গত, গতকাল ভিক্টোরিয়ার মঞ্চে Mamata Bandyopadhyay ভাষণ দিতে উঠলেই দর্শক আসন থেকে জয় শ্রীরাম স্লোগান দেওয়া শুরু হয়। তিনি মেজাজ হারান। রেগে গিয়ে মাইকে বলেন, কাউকে আমন্ত্রণ করে অপমান করা ঠিক নয়। এটা রাজনৈতিক দলের কর্মসূচি নয়। তারপরে কোনো বক্তব্য না দিয়েই তিনি মঞ্চের চেয়ারে গিয়ে বসে পড়েন। Netaji-র জন্মদিনের অনুষ্ঠানে Mamata-র বক্তব্য না দেওয়াকে অপমান বলে জানান BJP-র কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়। ভিক্টোরিয়ার মঞ্চের এই ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় শুরু হয়েছে। BJP, TMC, CPIM, Congress-এর মধ্যে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। প্রদেশ কংগ্রেস সভাপতি Adhir Chowdhury বলেন, রাজ্যের CM Mamata Bandyopadhyay কে অপমান করা ঠিক হয়নি। এই প্রসঙ্গে BJP নেতা Kailash বলেন, Mamata 30% ভোটারকে খুশি করতেই জেনে-বুঝে অপমান করেছেন। 30 শতাংশের জন্য বরাবর 70% উপেক্ষিত রয়েছে। এবার সময়ে এসেছে 70 শতাংশের বিধানসভা নির্বাচনে সরকার গঠনের। মানুষ এর জবাব দেবে। বিধানসভা নির্বাচনের আগে জয় শ্রীরাম স্লোগান নিয়ে ফের রাজ্য রাজনীতি চর্চা শুরু হয়েছে।