Rajib Ghosh– রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কলকাতা সফর এর সময় নেতাজী স্মরণ এর মঞ্চ কে ব্যবহার করে কেন্দ্রীয় সরকারের উপর চাপ বাড়াতে চারটি রাজধানীর দাবিতে সরব হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ভারতবর্ষের একটা রাজধানী হোক কলকাতা। একদিন ভারতের রাজধানী ছিল কলকাতা। স্বাধীনতা সংগ্রামের জন্ম হয়েছিল বাংলা, বিহারে। গান্ধীজী বেলেঘাটায় এসে আন্দোলন করতেন। নবজাগরণ, বাল্যবিবাহ, বিধবা বিবাহের মত সংস্কারের জন্ম হয়েছিল বাংলায়। নেতাজীর নাম বললে হৃদয়ে আবেগের সৃষ্টি হয়। দিল্লি তে কি আছে? চার প্রান্তে চারটি রাজধানী থাকবে। দিল্লিতে সবাই বাইরে থেকে যায়। ভারতবর্ষের চারটি জায়গায় সংসদের অধিবেশন বছরে চারবার বসুক। প্রসঙ্গত, নেতাজীর জন্ম জয়ন্তীতে কলকাতাকে দেশের অন্যতম রাজধানী হিসেবে ঘোষণা করার দাবি তুললেন Mamata Bandyopadhyay পাশাপাশি দক্ষিণের কেরল, অন্ধ্রপ্রদেশ, উত্তর এবং মধ্য ভারতের উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির মধ্যে যেকোনো একটিকে রাজধানী হিসেবে ঘোষণা করার প্রস্তাব দেন Mamata 1772 থেকে 1911 পর্যন্ত ভারতের রাজধানী ছিল Kolkata তবে এদিন মমতার এই দাবির পিছনে নির্বাচনের কারণ রয়েছে বলে মনে করছে অভিজ্ঞ মহল। Chief Minister-এর এই দাবিকে অবাস্তব বলে উড়িয়ে দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী Babul Supriyo Netaji-র জন্মদিন উপলক্ষে শ্যামবাজার থেকে রেড রোড পর্যন্ত পদযাত্রা করেন Mamata সেখানেই বাংলাকে বঞ্চনা, অবহেলার অভিযোগ করেন তিনি। বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দাবি রাজনৈতিক কৌশল বলেই মনে করছে রাজনৈতিক মহল।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.